বাংলাদেশে নান অজুহাতে হিন্দুদের ও হিন্দুদের আস্থার উপর আ’ক্রমন করা অতি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তাজা খবর বাংলাদেশের ঢাকার নবাবগঞ্জ থেকে আসছে যেখানে এক হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। নবাবগঞ্জের হরিষকুল গ্রামে রাধা গোবিন্দ মন্দিরের উপর হামলা চালানো হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, রাধা গোবিন্দের মূর্তি ভাঙচুর করা হয়েছে। একই সাথে মূর্তির কপাল থেকে স্বর্ণ টিপ চুরি করা হয়েছে। ঘটনার পর মন্দিররের পুজো কমিটির তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে হিন্দু মন্দির ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
সোমবার সকালে যখন শ্রদ্ধালুরা পুজো দেওয়ার জন্য মন্দিরে উপস্থিত হয় তখন তারা দেখে যে প্রভুর ভাঙা মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ মন্দির প্রাঙ্গনে পড়ে থাকা লোহার রড পেয়েছে যা থানায় নিয়ে যাওয়া হয়েছে। লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রাধা গোবিন্দ মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
The post বাংলাদেশ: রাধাগোবিন্দ মন্দিরে ভাঙচুর চালিয়ে লুটপাট করল দুষ্কৃতীরা, চুরি হলো সোনার টিপ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2WABUji
Bengali News