-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আলোর উৎসব দীপাবলির সাজে সেজে উঠল নিউ ইউর্কের এম্পায়ার স্টেট বিল্ডিং

- November 14, 2020

নয়া দিল্লীঃ আজ গোটা দেশে দীপাবলি পালন হচ্ছে। ভারতের (India) সাথে সাথে বিদেশেও দীপাবলির ঝলক দেখা যাচ্ছে। আলোর এই উৎসবে আমেরিকার নিউ ইউর্ক শহরের গগনচুম্বী ইমারত এম্পায়ার স্টেট বিল্ডিং (Empire State Building) কমলা আলো দিয়ে আলোকিত হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

নিউ ইউর্ক, নিউ জার্সি আর কনেক্টিকটের ত্রি-রাজ্য অঞ্চলের ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়াশান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অংশীদারিতে, ম্যানহাটন ভবনটিও দিওয়ালি উপলক্ষে শুক্রবার কমলা আলো দিয়ে আলোকিত করা হয়।

এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ একটি ট্যুইট করে লেখে, ‘নিউ ইউর্ক থেকে হ্যাপি দিওয়ালি। আমরা আজ রাতে সমস্ত আলোকে কমলা করে আলোর উৎসবটিকে পালন করছি।”

FIA জানায়, তাঁরা দিওয়ালি সুপ অ্যান্ড কিচেন যোজনা অনুযায়ী নিউজার্সি, নিউ ইউর্ক আর কনেক্টিকটে দশ হাজার মানুষকে খাওয়ার খাইয়েছে। এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি আর শাস্ত্রীয় আচারপালনকে মানুষের সাথে অবগত করানো।

The post আলোর উৎসব দীপাবলির সাজে সেজে উঠল নিউ ইউর্কের এম্পায়ার স্টেট বিল্ডিং first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3lv5zoQ
Bengali News
 

Start typing and press Enter to search