ভারতে দীপাবলিতে ভারতীয়দের মধ্যে এক আলাদা উৎসাহ থাকে। তবে দীপাবলি সামনে এলেই প্রতি বছর কিছুজন বড়ো বড়ো সেলেব্রিটি হিন্দুদের জ্ঞান দিতে হাজির হয় বলে অভিযোগ উঠে। প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মার মতো সেলেব্রিটির নাম এই তালিকায় প্রতি বছর আসে। এখন ভারতীয় ক্রিকেট টীমের ক্যাপ্টেন বিরাট কোহলি দীপাবলী উপলক্ষে হিন্দুদের লিবারেল জ্ঞান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আসলে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ১৮ সেকেন্ডের একটা ভিডিও দীপাবলী উপলক্ষে পোস্ট করেছেন। যেখানে উনি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। বিরাট কোহলি বলেছেন, আমার তরফ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। দয়া করে মনে রাখবেন, পটাকা ফাটাবেন না, আতশবাজি করবেন না। পরিবেশকে সুরক্ষিত রাখুন।
You play cricket, we gave you love, adulation, status, endorsements and recognition.
NEVER, EVER make the mistake of imagining you are a social, religious or thought leader of the Hindus.
Stop preaching, you dont have the credentials for it. https://t.co/pNJajfkBsg— Nisheeth Sharan (@nisheethsharan) November 14, 2020
https://platform.twitter.com/widgets.js
বিরাট কোহলির এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে বিরাট কোহলিকে আতশবাজি না পোড়াতে বলতে দেখে গেছে, যা নিয়ে বহু সোশ্যাল মিডিয়ায় ইউজার কটাক্ষ করেছেন।
This Guy just had Firecracker full of IPL Final.
He is telling us how to celebrate, did he tell the same to BCCI or IPL organisers? https://t.co/ZciPl6lK0j
— Aashish (@kashmiriRefuge) November 14, 2020
https://platform.twitter.com/widgets.js
কিছু সোশ্যাল মিডিয়ায় ইউজার প্রশ্নঃ তুলে বলেছেন, বিরাট কোহলি কেন IPL এর আতশবাজির বেলা BCCI কে অভিযোগ করেন না।
I shall travel in Chartered planes, I shall own 100s of fuel guzzling cars, ACs will be switched on in my my house years round. But you, you mustn't celebrate your festival properly. Oh, and happy diwali.#BallPellGyaanNahi https://t.co/58krdj1lYt
— Ash Aro (@Logictriumphs) November 14, 2020
https://platform.twitter.com/widgets.js
অনেকে বলেছেন, আপনি তো এয়ার কন্ডিশনিং বাড়িতে থাকেন, যা পরিবেশকে অতিমাত্রায় দূষিত করে। তাহলে তখন কি দূষণ আপনার চোখে পড়ে না।
Cricket fields don't require cutting trees. Water is not wasted. IPL doesn't burst crackers. Cars, team buses &
don't use up fossil fuel. Marriages n adv don't burst crackers. Prods endorsed by dem r all eco friendly. Environment destroyed only due 2 bursting crackers on Diwali https://t.co/Wrr0d2PLWT
— Communalist Hindu (@Bauddhika108) November 14, 2020
https://platform.twitter.com/widgets.js
কিছু ইউজার বলেছেন বিরাট কোহলি দামি দামি গাড়ি নিজের আনন্দ ফুর্তির জন্য কিনে রেখেছে সেগুলি কি দূষণ করে না।
The post IPL এর আতশবাজি নিয়ে চুপ থাকা বিরাট কোহলি দীপাবলিতে দিলেন লিবারেল জ্ঞান! সমালোচনা সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2KbmH59
Bengali News