-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্বদেশী গেম FAU-G লঞ্চ করতে চলেছেন অক্ষয় কুমার, রেভেনিউর ২০ শতাংশ অর্থ যাবে সেনার ট্রাস্টে

- September 04, 2020

নয়া দিল্লীঃ ভারতে (India) জনপ্রিয় মোবাইল গেম PUBG ব্যান হয়ে গেছে। এবার এই গেমের বিকল্প নীয় এসেছে অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ট্যুইটারে PUBG এর টক্করে FAU-G কে তুলে ধরেছেন। অক্ষয় কুমারের এই ট্যুইটার পোস্ট খুব ভাইরাল হচ্ছে। অক্ষয় কুমার এও জানিয়েছেন যে, এই গেম থেকে উপার্জন হওয়া টাকার একটি অংশ ‘ভারত কে বীর” ট্রাস্টে দেওয়া হবে।

https://platform.twitter.com/widgets.js

অক্ষয় কুমার ট্যুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আত্মনির্ভর ভারতের অভিযানের সমর্থন করে অ্যাকশন গেম FAU-G কে আপনাদের সামনে তুলে ধরতে পেরে বেশ খুশি হয়েছি। মনোরঞ্জন ছাড়া প্লেয়ার্সদের মাধ্যমে সেনাদের বলিদানের বিষয়েও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই গেম থেকে হওয়া উপার্জনের ২০ শতাংশ ভারত কে বীর ট্রাস্টকে দান করা হবে।

জানিয়ে দিই, সীমান্তে চীনের সাথে চলা বিবাদের কারণে ভারত সরকার সুরক্ষার কথা ভেবে বেশ কয়েকটি চীনা অ্যাপ ব্যান করেছে। গতকালই PUBG সমেত ১১৮ টি চীনা মোবাইল অ্যাপ ব্যান করেছে সরকার। মোদী সরকারের তরফ থেকে এর আগেও চীনের অ্যাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকার সম্প্রতি চীনের ৫৯ টি অ্যাপ ব্যান করেছিল, যারমধ্যে জনপ্রিয় টিকটক অ্যাপও ছিল। সরকারের এই পদক্ষেপকে চীনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক হিসেবেই ধরা হচ্ছে।

The post স্বদেশী গেম FAU-G লঞ্চ করতে চলেছেন অক্ষয় কুমার, রেভেনিউর ২০ শতাংশ অর্থ যাবে সেনার ট্রাস্টে first appeared on India Rag.

The post স্বদেশী গেম FAU-G লঞ্চ করতে চলেছেন অক্ষয় কুমার, রেভেনিউর ২০ শতাংশ অর্থ যাবে সেনার ট্রাস্টে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2Z47uri
Bengali News
 

Start typing and press Enter to search