শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) বিজেপির (Bharatiya Janata Party) কর্মীদের হত্যার মামলা থামার নামই নিচ্ছে না। এবার জম্মু কাশ্মীরে আরও একবার ভারতীয় জনতা পার্টির কর্মীর হত্যার মামলা সামনে এসেছে। মধ্য কাশ্মীরের বডগাম জেলায় এক বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বডগাম জেলার দলবাশা গ্রামে এক বিজেপি কর্মীকে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ অনুযায়ী, খগ বডগামের বিডিসি সভাপতি তথা বিজেপির প্রধান ভুপিন্দর সিংকে ওনার বাড়িতেই গুলি করে হত্যা করা হয়েছে। ভুপিন্দর সিংয়ের মৃত্যুতে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছে।
যদিও এটা প্রথম মামলা না। এর আগেও ভারতীয় জনতা পার্টির নেতা এবং কর্মীদের নিশানা বানানো হয়েছিল। এর আগে জঙ্গিরা বেশ কয়েকটি বিজেপি নেতাদের হত্য করেছিল। আরেকদিকে, লাগাতার এরকম মামলা বেড়ে যাওয়ায় অনেক বিজেপি নেতাই দল থেকে ইস্তফা দিয়ে দেন।
The post কাশ্মীরে আবারও খুন বিজেপির নেতা, বাড়িতে ঢুকে হত্যা করল জঙ্গিরা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Evv2OG
Bengali News