চীন নিজের তৈরি প্রযুক্তি বা অন্য যেকোনো প্রোডাক্ট নিয়ে অহংকার করলেও পুরো বিশ্ব চীনের জিনিসপত্রকে তির্যক নজরে দেখে। চীনের প্রোডাক্ট এমনিতেই বিশ্বজুড়ে কুখ্যাত, ভারতে খারাপ জিনিসপত্র বোঝাতেই লোকজন ‘চায়না মাল’ শব্দ ব্যাবহার করে থাকে। আর ভারতীয়রা খারাপ প্রোডাক্ট এর নামকরণ চায়না মাল করার দিকে যে বেশ যুক্তিযুক্ত তার প্রমান আবারও মিলেছে।
আসলে খবর আসছে যে চীনের সরকার মহাকাশ অভিযান নিয়ে বড়ো ঝটকা খেয়েছে। ২০২০ সালে এই নিয়ে চীন চতুর্থবার স্যাটেলাইট প্রেরণ করতে গিয়ে ব্যার্থ হয়েছে। চিনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট মিশন বার্থ হয়েছে। চীনের চিনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চের মিশন সম্পূর্ণভাবে ব্যার্থ হয়েছে যা নিয়ে চীনের মধ্যে হতাশার ছায়া পড়েছে। চীন এই মিশনের জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ও হাই কোয়ালিটি ক্যামেরা স্যাটেলাইটে যুক্ত করা ছিল।
কুয়াইঝাও-১ এ লঞ্চ প্যাড থেকে চীন এই স্যাটেলাইট উৎক্ষেপণ করছিল যা কক্ষপথে পৌঁছানোর আগেই ব্যার্থ হয়েছে। যার জেরে চীনকে বহু কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বলা হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে এবং প্রস্তুতি সম্পূর্ণ না করেই এগোনোর জন্য চীন ঝটকা পেয়েছে। আসলে এশিয়া মহাদেশে স্যাটেলাইট থেকে মুনাফা কমানোর দিকে ভারত লাগাতার নিজের বাজার বৃদ্ধি করেছে। বিশ্বের নানা ছোটো ছোটো দেশ এবং বেসরকারি সংস্থা স্যাটেলাইট প্রেরণ বা মহাকাশজনিত বিষয়ে ভারতের উপর নির্ভর করে।
China's satellite fails to reach orbit
China's optical remote-sensing satellite Jilin-1 Gaofen 02C failed to enter the pre-set orbit on Saturday
Read–https://t.co/PgabqCSzmQ pic.twitter.com/i0RiTKeaj8
— The Times Of India (@timesofindia) September 12, 2020
https://platform.twitter.com/widgets.js
আর এখানেই ভারতের উপর হিংসা করে চীন। ভারত খুব কম খরচায় পরিষেবা দেওয়ার জন্য বিশ্বজুড়ে নাম কমিয়ে নিয়েছে। এমনকি আমেরিকার বহু কোম্পানি ISRO এর কাছে থেকে পরিষেবা নিতে লাইন লাগিয়ে দিয়েছে। এছাড়াও বাংলাদেশের মতো ছোটো ছোটো দেশগুলি স্যাটেলাইটের বিষয়ে সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল। ভারতের বাজারকে দখল করার চেষ্টায় চীন সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে চিনকে বারবার ঝটকা খেতে হচ্ছে।
The post বহু কোটি টাকার ক্ষতির সম্মুখীন হল চীন! ব্যার্থ হল চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট মিশন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2DUhmMG
Bengali News