নয়া দিল্লীঃ করোনাভাইরাসের বিরুদ্ধে জারি এই লড়াইয়ে বড়সড় সফলতা পেলো ভারত (India)। দিল্লীর হাসপাতালে করোনা সংক্রমিত রোগীর চিকিৎসার জন্য প্লাজমা থেরাপির (Plasma Therapy) ট্রায়াল সফল হয়েছে। যদিও, এটা শুধু প্রাথমিক সফলতা কিন্তু সুখবর হল যাঁদের উপর এই প্লাজমা থেরাপির ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে বেশীরভাগ রোগীর শরীর অন্যদের তুলনায় বেশি ভালো হয়ে উঠেছে।
করোনার চিকিৎসা খোঁজার জন্য গোটা বিশ্ব জুটেছে। আর এই সময়ে ভারতের এই উপলব্ধি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও করোনার রোগীদের উপর প্লাজমা থেরাপি চিন, আমেরিকার সাথে সাথে সাউথ কোরিয়াও করেছে। কিন্তু ভারতে প্রথম ট্রায়ালে করোনা পজেটিভ রোগী যদি সুস্থ হয়ে ওঠে, তাহলে এই সঙ্কটের সময়ে এটা ভারতের বড় জয় হতে পারে।
করোনা সংক্রমিত রোগীর উপর এই ট্রায়াল রাজধানী দিল্লীর LNJP হাসপাতালে করা হয়েছে। সেখানে চারজন করোনাকে হারিয়ে ঠিক হয়ে যাওয়া মানুষের রক্তের থেকে নেওয়া প্লাজমা নিয়ে রোগীর চিকিৎসা করা হয়েছে এরপর চিকিৎসারত রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
LNJP হাসপাতালের এমডি বলেন, ‘ডোনারের জন্য আমরা সেই রোগীদের সাথে কথা বলেছিলাম, যারা আমদের হাসপাতাল থেকে সুস্থ হয়েছে। কয়েকজন একটু ইতস্তত করছিল। তাদের বাড়ির লোক বলেছিল, এটি তো ঠিক হয়ে আসলে, এখন আবার রক্ত দেওয়ার কি দরকার? কিন্তু কয়েকজন রোগীকে আমরা রক্ত দেওয়ার জন্য মানিয়ে নিই।”
from India Rag https://ift.tt/3cIt7Bz
Bengali News