নয়া দিল্লীঃ প্রয়াত হলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি (Suresh Angadi)। বুধবার দিল্লীর এইমসে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। জানিয়ে দিই, রেল প্রতিমন্ত্রি সুরেশ অঙ্গদি ১১ ই সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন। উনি ট্যুইট করে লিখেছিলেন যে, ‘আজ টেস্টে আমি করোনা রিপোর্ট পজেটিভ আসে। আমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তারদের পরামর্শ মতো চলছি। বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি যে, কোনওরকম লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যান।”
Minister of State for Railways Suresh Angadi passes away in AIIMS, Delhi. He was tested positive for COVID19: AIIMS Top official
(file pic) pic.twitter.com/cE5VsqXEYb— ANI (@ANI) September 23, 2020
https://platform.twitter.com/widgets.js
The post মাত্র ৬৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোদী সরকারের মন্ত্রী সুরেশ অঙ্গদি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/305zqLU
Bengali News