-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রণব মুখার্জি প্রয়াত হয়েছেন বলে ফেক নিউজ ছড়ালেন রাজদীপ সর্দেসাই!

- August 12, 2020

নয়া দিল্লীঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা লাগাতার তৃতীয় দিনেও সেরকম কিছু ভালো হয় নি। বুধবার সেনার রিসার্চ অ্যান্ড রেফরাল হাসপাতাল প্রণব বাবুর শারীরিক পরিস্থিতি নিয়ে তথ্য দিয়েছিল। হাসপাতাল জানিয়েছিল যে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সকাল থেকে বদলায় নি। আরেকদিকে, প্রণব বাবুকে নিয়ে চারিদিকে গুজব রটছে যে উনি প্রয়াত হয়েছেন। সেনা হাসপাতাল জানিয়েছে যে, প্রণব বাবু এখনো ভেন্টিলেটরে আছেন আর গতকাল তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন।

প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করে লেখেন, ‘আমার বাবা এখনো জীবিত আছেন এবং ওনার অবস্থা স্থিতিশীল।” উনি জানান, ‘প্রতিষ্ঠিত সাংবাদিক দ্বারা প্রসারিত করা গুজব আর ফেক নিউজে এটা প্রমাণ হয় যে, ভারতের মিডিয়া এখন ভুয়ো নিউজের কারখানা হয়ে গেছে।” আপনাদের জানিয়ে দিই, বিখ্যাত সাংবাদিক রাজদীপ সর্দেসাই (Rajdeep Sardesai) প্রণব বাবুকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছিলেন। উনি বলেছিলেন, প্রণব বাবু প্রয়াত হয়েছেন। যদিও এই ভুয়ো খবর ছড়ানোর জন্য উনি পরে ক্ষমাও চেয়ে নেন।

প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জী একটি ট্যুইট করে লেখেন, ‘গত বছর ৮ ই আগস্ট আমার কাছে বড় খুশির দিন ছিল। সেদিন আমার বাবা ভারত রত্ন উপাধি পেয়েছিলেন। আর এর ঠিক এক বছর পর ১০ ই আগস্ট আমার বাবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওনার জন্য যেটা ভালো হবে, ভগবান যেন সেটাই করেন। ভগবান ওনাকে জীবনের সুখ দুঃখ সহ্য করার শক্তি দিক। ওনার জন্য প্রার্থনা করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই।”



from India Rag https://ift.tt/2POkcVT
Bengali News
 

Start typing and press Enter to search