বলিউড অভিনেতা সাইফ আলি খান চতুর্থ সন্তানের আব্বা হতে চলেছেন। খবর পাওয়া যাচ্ছে যে, সইফ আলি খান নিজের বেগম কারিনা কাপুর খানকে গর্ভবতী করে দিয়েছেন। কারিনা কাপুর খান এই নিয়ে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। অন্যদিকে সাইফ আলি খান চার নাম্বার সন্তানের আব্বা হতে চলেছেন।
সাইফ আলি খান কারিনা কাপুরের আগে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। অমৃতা সিং এর থেকে সাইফ আলি খান ২ টি বাচ্চার আব্বা হয়েছিলেন। এরপর সাইফ আলি খান কারিনা কাপুরকে বিয়ে করেন। কারিনা কাপুর আগেই এক বাচ্চার জন্ম দিয়েছে।
কারিনা কাপুরের প্রথম বাচ্চার নাম তৈমুর, যার নাম তার জন্মের পর থেকে খবরের শিরোনামে ছিল। তৈমুরের নাম কেন এমন রাখা হল এনিয়েও বিতর্ক কম হয়নি। এমনকি এখনও অনেক ভারতীয় এই নামের উপর আক্রোশ প্রকাশ করে থাকেন। কারণ এই নামের সাথে বেশকিছু কলঙ্কিত ইতিহাস জড়িয়ে রয়েছে।
#TaimurAliKhan to become big brother! #SaifAliKhan, #KareenaKapoorKhan to welcome second childhttps://t.co/Jssp6WpHbI
— DNA (@dna) August 12, 2020
এবার বিতর্কে থাকা তৈমুর নিজের ভাই বা বোন পেতে চলেছে। মূল কথা তৈমুর দাদা হতে চলেছে। তবে সাইফ আলি খানের ঘরে এমন সুখবর এলেক অনেকে আবার অন্য ধরনের কমেন্ট করেছেন। কিছুজন বলেছেন যে, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আসার আগে এটা একটা ভালো সিদ্ধান্ত। অর্থাৎ পরোক্ষভাবে নেটিজনরা সইফ আলি খানকে আক্রমন করেছেন। কেউ আবার বলেছেন “তাহলে এই বাচ্চার নাম কি রাখা হবে? বাবর, ওরংজেব, টিপু নাকি মির বাকি?”
from India Rag https://ift.tt/3g0wR2V
Bengali News