আজ ৫ আগস্ট ৫০০ বছর ভারতের ধর্মনগরী অযোধ্যায় রাম মন্দিরের পূর্ণনির্মাণ শুরু হয়েছে। বিদেশী আক্রমণকারী বাবর মন্দির ধ্বংস করে যে পাপ করেছিল তা মুছে ফেলে আজ মন্দিরের জন্য ভূমি পূজন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিশ্বের সমস্ত হিন্দুদের জন্য আজ একটা বড়ো দিন।
তবে এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মমতা সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, আজ রাজ্য হটাৎ করে অত্যন্ত কড়াভাবে লকডাউন লাগু করে দেওয়া হয়েছে। শুধু এই নয়, অনেক জায়গায় হিন্দুদের ধার্মিক গেরুয়া পতাকা খুলে নেওয়ার অভিযোগও এসেছে।
মমতা সরকার পুলিশকে খারাপভাবে ব্যাবহার করে হিন্দুদের আবেগকে দমন করেছে বলে অভিযোগ উঠেছে। লকডাউনের দরুন হিন্দুরা বাড়িতেই ছিল কিন্তু খুশি প্রকাশ করতে অনেকে বাড়ি ও দোকানে গেরুয়া পতাকা লাগিয়ে ছিল। মমতার সরকারের নির্দেশে সেই পতাকা খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
Ashamed! Dhikkar!!! pic.twitter.com/2bRSbemXCL
— Shakti
(@TheShaktiRoopa) August 5, 2020
https://platform.twitter.com/widgets.js
মমতার সরকারের নির্দেশ মেনে পুলিশ অনেক স্থানে পতাকা ছিঁড়েছে এবং পুজোতে বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা প্রসঙ্গে অনেকে পুলিশকে ধিক্কার জানিয়েছেন।
from India Rag https://ift.tt/3kekgwd
Bengali News