-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সকালে ময়ূরের সাথে সময় কাটান, ভিডিও শেয়ার করে নিজের এক অদেখা কাহিনী তুলে ধরলেন প্রধানমন্ত্রী

- August 23, 2020

নয়া দিল্লীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও (Video) শেয়ার করেন। ওই ভিডিওর মাধ্যমে প্রকৃতির প্রতি ওনার অগাধ প্রেম জাহির করেছেন তিনি। ভিডিওতে প্রধানমন্ত্রী আবাসে একটি ময়ূরকে দেখা যাচ্ছে। আর তিনি আনন্দের সাথে সেই ময়ূরকে খাবার খাওয়াচ্ছেন।

View this post on Instagram

भोर भयो, बिन शोर, मन मोर, भयो विभोर, रग-रग है रंगा, नीला भूरा श्याम सुहाना, मनमोहक, मोर निराला। रंग है, पर राग नहीं, विराग का विश्वास यही, न चाह, न वाह, न आह, गूँजे घर-घर आज भी गान, जिये तो मुरली के साथ जाये तो मुरलीधर के ताज। जीवात्मा ही शिवात्मा, अंतर्मन की अनंत धारा मन मंदिर में उजियारा सारा, बिन वाद-विवाद, संवाद बिन सुर-स्वर, संदेश मोर चहकता मौन महकता।

A post shared by Narendra Modi (@narendramodi) on

ভিডিওতে যেই ময়ূরটি দেখা যাচ্ছে, সেটি সকাল বেলায় ওনার সঙ্গী হয়ে থাকে। সকালে প্রধানমন্ত্রী নিজের আবাসেই হাঁটাচলা করেন, ময়ূরকে খাওয়ার খাওয়ান। এই কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিদিনেরই বলা চলে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী আবাসের আলাদা আলাদা জায়গায় ময়ুরের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে।

ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করে তিনি একটি কবিতাও লেখেন। সেখানে ময়ূর, ভোর, শান্তি, সৌন্দর্য আর নীরবতার কথা উল্লেখ করেছেন তিনি। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রী আবাসের গতিবিধি দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজের আবসকে অনেকটা সুন্দর গ্রামীণ এলাকার মতো সাজিয়েছেন। সেখানে তিনি প্রকৃতির সাথে বসবাস করেন।

The post সকালে ময়ূরের সাথে সময় কাটান, ভিডিও শেয়ার করে নিজের এক অদেখা কাহিনী তুলে ধরলেন প্রধানমন্ত্রী first appeared on India Rag.



from India Rag https://ift.tt/31mAAUo
Bengali News
 

Start typing and press Enter to search