-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাশ্মীরে জেহাদি হানায় বীরগতি প্রাপ্ত করলেন দুই জওয়ান! আহত এক

- August 14, 2020

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের (Kashmir) শ্রীনগরের (Srinagar) নৌগামে জঙ্গিরা সেনার উপর অ্যাটাক করে। এই অ্যাটাকে ভারতীয় সেনার দুই জওয়ান বীরগতি প্রাপ্ত koren আর এক জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকাকে ঘুরে জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

এই হামলায় বীরগতি প্রাপ্ত kora দুই জওয়ান ইশফাক আহমেদ আর ফৈয়াজ আহমেদ জম্মু কাশ্মীর পুলিশের আইআরপি ব্যাটেলিয়ান ২০ এর জওয়ান ছিলেন। আর আহত জওয়ান মোহম্মদ আশরফও এই ব্যাটেলিয়নেরই জওয়ান। আপাতত ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। আরেকদিকে সুত্র থেকে জানা যায় যে, এই সন্ত্রাসী হামলার পিছনে জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ এর হাত আছে।

কাশ্মীর পুলিশ জানায়, নৌগাম বাইপাসের ধারে নাকা চেকিংয়ে জঙ্গিরা পুলিশের উপর গুলি চালায়। এই গুলি বর্ষণে তিন জওয়ান আহত হন। তিন জওয়ানকেই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই জওয়ান বীরগতি প্রাপ্ত করেন। পুলিশ জানায়, গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

জানিয়ে দিই, সেনার তরফ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা জন্য চালানো অভিযানে সেনা সফলতা দেখে সন্ত্রাসী সংগঠন গুলোর রাতের ঘুম উড়েছে। আর এই কারণে তাঁরা সেনাকে নিশানা করে উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

 



from India Rag https://ift.tt/3kJ7ki9
Bengali News
 

Start typing and press Enter to search