-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মহা ফাঁপরে পড়েছে পলাতক নীরব মোদী, নিজেকে বাঁচাতে শুরু করল ব্যাঙ্কের ঋণ শোধ করা

- August 25, 2020

নয়া দিল্লীঃ কর্পোরেট বিষয়ক মন্ত্রালয় মঙ্গলবার জানিয়েছে যে, পাঞ্জাব ন্যশানাল ব্যাঙ্ক (Punjab National bank) বলেছে নীরব মোদী (Nirav Modi) ব্যাঙ্কের প্রথম কিস্তি চুকিয়েছে। মন্ত্রালয় জানিয়েছে যে, PNB নীরব মোদীর কাছ থেকে রিকভরি হিসেবে ৩.২৫ মিলিয়ন ডলার (২৪.৩৩ কোটি টাকা) পেয়েছে। এর আগে ইন্টারপোল পাঞ্জাব ন্যশানাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় মুখ্য অভিযুক্ত নীরব মোদী স্ত্রী অ্যামি মোদীর বিরুদ্ধে আর্থিক তছরুপ মামলায় একটি আন্তর্জাতিক গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেছে। মঙ্গলবার এই কথা জানান আধিকারিকরা।

আধিকারিক জানান, ED এর অনুররোধে ইন্টারপোল নীরব মোদীর স্ত্রীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে। একবার পলাতক ব্যাক্তির বিরুদ্ধে এই নোটিশ জারি করার পর ইন্টারপোল ওই ব্যাক্তিকে নিজেদের ১৯২ সদস্যিয় দেশকে গ্রেফতার করার জন্য নির্দেশিকা জারি করে। এরপর তাঁর প্রত্যর্পণের কাজ শুরু হয়। ২০১৮ সালে ব্যাঙ্কের জালিয়াতির মামলা সামনে আসার পরেই নীরব মোদী দেশ থেকে পালিয়ে যায়।

ED অ্যামি মোদী ওনার স্বামী নীরব মোদী এবং ওনার আত্মীয় মেহুল চোকসি ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে। লন্ডনে মার্চ ২০১৯ এ গ্রেফতার হওয়ার পর থেকেই নীরব মোদী ব্রিটেনের জেলে দিন কাটাচ্ছে। এই বছরের শুরুতে মুম্বাইয়ের একটি আদালত নীরব মোদীকে পলাতক এবং আর্থিক অপরাধী ঘোষণা করে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিল।

ED নীরব মোদীর ৩২৯ কোটি টাকার সম্পত্তি এর আগেই বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, মুম্বাইয়ে PNB এর একটি শাখায় দুই বিলিয়ন ডলারের বেশি আর্থিক তছরুপে অভিযুক্ত নীরব মোদী, মেহুল চোকসি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত করছে ED।

The post মহা ফাঁপরে পড়েছে পলাতক নীরব মোদী, নিজেকে বাঁচাতে শুরু করল ব্যাঙ্কের ঋণ শোধ করা first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2FPCODa
Bengali News
 

Start typing and press Enter to search