-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জন্মদিন বিশেষঃ যখন ধ্যান চাঁদের দেশপ্রেমের কাছে হেরে ওনাকে স্যালুট জানিয়েছিলেন হিটলার

- August 29, 2020

নয়া দিল্লীঃ মেজর ধ্যান চাঁদের (Dhyan Chand) জন্ম ২৯ আগস্ট ১৯০৫ সালে হয়েছিল। হকিতে উনি ভারতকে এতবর সফলতা এনে দিয়েছিলেন যে, যেটা যুগ যুগ ধরে ভারতীয়রা মনে রাখবেন। ওনার হকি স্টিকে বল লাগলেই জাদু দেখা যেত। আর এই কারণেই ওনাকে হকির জাদুগর বলা হত। ধ্যান চাঁদ শুধু হকির খেলাতেই মগ্ন ছিলেন না, ওনার মধ্যে দেশভক্তিও চরমে ছিল। আর এই দেশভক্তির কারণেই জার্মানির স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার (Adolf Hitler) ধ্যান চাঁদকে স্যালুট করেছিলেন। ভারত সরকার হকির এই জাদুগরকে সন্মানিত করার জন্য আজকের দিনকে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়।

এই ঘটনা বার্লিনের অলিম্পিকের, ১৯৩৬ সালের ১৫ ই আগস্টের এই ঘটনা প্রতিটি ভারতীয়র জন্য স্মরণীয় হয়ে থাকবে। ভারতীয়রা ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করেন। কিন্তু এই ১৫ ই আগস্ট ১৯৪৭ দেশ স্বাধীন হওয়ার ১১ বছর আগের ঘটনা। ১৯৩৬ সালে ভারতীয় হকি টিমের প্রশংসা গোটা বিশ্ব জুড়ে হত। আর বার্লিন অলিম্পিকে ভারতীয় দল চরম প্রদর্শনও করেছিল।

সেমিফাইনালে ফ্রান্সের টিমের বিরুদ্ধে ভারত ১০ গোল করেছিল। ধ্যান চাঁদ একাই চারটি গোল করেছিলেন। ফ্রান্সকে সেই সময় ইউরোপ মহাদেশের হকির পাওয়ার হাউস হিসেবে জানা যেত। কিন্তু ভারতীয় দলের সামনে তাঁরা বাচ্চার মতো প্রদর্শন শুরু করে। ফাইনালে ভারতীয় টিমের প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ জার্মানি। তারিখ ছিল ১৫ই আগস্ট ১৯৩৬। যদিও ফাইনালের দিনে ভারতীয় দলের উৎসাহ এর জায়গায় ভয়ের মহল সৃষ্টি হয়েছিল। আর এর প্রধান কারণ ছিল হিটলার। ৪০ হাজার দর্শকের সাথে হিটলার সেখানে ম্যাচ দেখতে এসেছিলেন।

ফাইনালে আরও একবার ধ্যান চাঁদের স্টিক জাদু দেখায়। ভারতীয় টিম লাগাতার তৃতীয়বার অলিম্পিকে স্বর্ণ পদক জয় করে। ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ সৈয়দ আলী সিবণেন নকভি বলেছিলেন, ‘১৯৩৬ সালে অলিম্পিকের ফাইনালে ধ্যান চাঁদ ৬ টি গোল করেছিলেন। আর ভারত সেই ম্যাচ ৮-১ গোলে জিতে যায়। এরপর হিটলার ধ্যান চাঁদকে জার্মান সেনায় যোগ দেওয়ার প্রস্তাব দেন।”

নকভি বলেন, ‘পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধ্যান চাঁদ কিছুই বলেছিলেন না। গোটা স্টেডিয়াম চুপ ছিল। সবাই এটাই ভয় পাচ্ছিল যে, যদি ধ্যান চাঁদ এই প্রস্তাব না মেনে নেয়, তাহলে হিটলার গুলি করে দেবে।” নকভি বলেন, ‘ধ্যান চাঁদ আমাকে বলেছিলেন যে, আই ভারতীয় সেনার মতো বুক চিতিয়ে হিটলারকে জবাব দিয়েছিলাম যে, ভারত বিক্রি নেই।”

এরপর হিটলার ধ্যান চাঁদের সাথে হ্যান্ড শেক করার বদলে ধ্যান চাঁদকে স্যালুট করেন। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার দর্শক অবাক হয়ে যান। হিটলার ধ্যান চাঁদকে বলেন, ‘জার্মান রাষ্ট্র আপনাকে আপনার দেশ ভারত আর দেশপ্রেমের জন্য স্যালুট জানায়। হিটলার ওনাকে হকির জাদুগরের খেতাব দেন। আর বলেন, এরকম খেলোয়াড় শতাব্দীতে একটি করে জন্মায়।”

The post জন্মদিন বিশেষঃ যখন ধ্যান চাঁদের দেশপ্রেমের কাছে হেরে ওনাকে স্যালুট জানিয়েছিলেন হিটলার first appeared on India Rag.



from India Rag https://ift.tt/3hI95Ko
Bengali News
 

Start typing and press Enter to search