অযোধ্যা: শ্রীরামজন্মভূমি দর্শন মার্গে মঙ্গলবার বিকেলে এক সন্দেহভাজন মুসলিম যুবক গ্রেফতার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যুবক নিজেকে প্রয়াগরাজের মউ আইমার বাসিন্দা এক মৌলানা বলে, এমনকি সে দাবি করে যে মূর্তি পুজো করতে দেবে না। পুলিশ আধিকারিকরা জানান, যুবকের নাম আর ঠিকানা নিয়ের মাধ্যমে তাঁর সমস্ত তথ্য হাসিল করা হচ্ছে। পুলিশ জানায়, ওই মুসলিম যুবক হয়ত মানসিক দিক থেকে সুস্থ নয়।
মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ এক মুসলিম যুবক রামজন্মভূমি দর্শন মারগে যায়। সেখানে তাঁর সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় মানুষ পুলিশকে সূচনা দেয়। স্থানীয় মানুষ জানান, যুবক সবাইকে বলে বেরাচ্ছিল যে মূর্তি পুজো করা উচির নয়, আমাকে আল্লাহ পাঠিয়েছে, তাই আমি অযোধ্যায় এসেছি। আমি মূর্তি পুজো করতে দেব না। সূচনা পাওয়ার পর রামজন্মভূমির পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
সিও অযোধ্যা অমর সিং বলেন, যুবককে জিজ্ঞাসাবাদ চালালে নিজের নাম মৌলানা আফতাব বলে। তাঁর ঠিকানা মউ আইমা, জনপদ প্রয়াগরাজ বলে সে। তাঁর দ্বারা বলা নাম আর ঠিকানার তদন্ত করার পর সঠিক পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁর পরিজনেরা বলেন, যুবক মানসিক রোগী। আপাতত যুবকের বিষয়ে অন্য তথ্য হাসিল করা হচ্ছে। প্রতিটি বিষয়ে তদন্ত করা হচ্ছে। এরপর জরুরী পদক্ষেপ নেওয়া হবে।
The post আমি এখানে মূর্তি পুজো হতে দেব না, আল্লাহ পাঠিয়েছে আমাকে! অযোধ্যায় গিয়ে বলল মৌলানা first appeared on India Rag.
from India Rag https://ift.tt/32lcY1y
Bengali News