ভারতে লাভ জিহাদের ঘটনা এখন নিত্য হয়ে উঠেছে। ভারত দেশের অনেক প্রান্তে লাভ জিহাদ মহামারির আকার ধারণ করেছে বলেও অনেকে মত প্রকাশ করছেন। তাজা ঘটনা উত্তরপ্রদেশের কানপুর থেকে সামনে এসেছে। যেখানে এক হিন্দু যুবতীকে ভুলিয়ে ফুঁসলিয়ে ধর্ম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ। হিন্দু যুবতীর নিকাহ মুসলিম যুবকের সাথে করিয়ে দেওয়া হয়েছে।
মেয়েটির পরিবার অভিযোগ করেছে যে, লাভ জিহাদের একটা গ্যাং কানপুরে সক্রিয় আছে যারা হিন্দু মেয়েদের টার্গেট করে ভুয়ো প্রেমের জালে ফাঁসায়। লাভ জিহাদি গ্যাং হিন্দু যুবতীদের প্রেমে ফাঁসিয়ে তাদের ইসলাম কবুক করিয়ে নিকাহ করে বলে অভিযোগ।
শালিনী যাদব নামের এক হিন্দু যুবতী কিছু কাজের জন্য লখনউ এর উদ্যেশে রওনা হয়েছিল। এরপর মেয়েটিকে কিছুদিনের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর হটাৎ একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে। যেখানে এক যুবতী নিজেকে শালিনী যাদব বলে দাবি করে। শালিনী যাদব বলেন যে সে নিজের ইচ্ছায় মহম্মদ ফয়জলের সাথে নিকাহ করেছে। শালিনী নিজের ইছায় ধর্ম পরিবর্তন করেছে বললে সেই ভিডিওতে সে দাবি করেছে।ভিডিও সামনে আসার পর যুবতীর পরিবার একবারে ভেঙে পড়েছে। বিশেষ করে যুবতীর বাবা ও ভাইয়ের চোখের জল থামার নাম নিচ্ছে না।
Hope the woman stays safe & happy. What I fear, having covered such cases, is that since the woman loses her family & support system, and is usually totally dependent on husband financially & socially, she becomes very vulnerable. We hv seen many such cases ending up in murders https://t.co/qrkWN7PPkh
— Swati Goel Sharma (@swati_gs) August 21, 2020
ভিডিওতে যুবতী বলে, আমি নিজের ইছার গাজিয়াবাদে কোর্টে রেজিস্ট্রি করেছি। হিন্দু যুবতী এখন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে এবং মা বাবার দেওয়া নামও ত্যাগ করেছে। শালিনী যাদব নিজের নাম পরিবর্তন করে ফিজা ফাতিমা রেখেছে। শালিনির ভাই বলেছেন যে সে ১০ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল এবং লাভ জিহাদি গ্যাং এর পাল্লায় পড়ে এখন জীবন বর্বাদ করতে বসেছে। প্রসঙ্গত এলাকায় লাভ জিহাদি গ্যাং দ্বারা এলাকায় আরো ৫ টি মেয়ের ধর্ম পরিবর্তন করার অভিযোগ উঠেছে।
The post লাভ জিহাদ: মহম্মদ ফয়জলকে নিকাহ করে শালিনী যাদব হলেন ফিজা ফাতিমা! কান্নায় ভেঙে পড়লেন মেয়ের বাবা first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3aKnOlq
Bengali News