সামরিক দিক থেকে ভারত অত্যন্ত তীব্র গতিতে নিজের ক্ষমতা বৃদ্ধি করছে। যার জেরে লাগাতার ভারতের শত্রুদেশগুলির জন্য খারাপ খবর সামনে আসছে।
আন্তর্জাতিক বাজার থেকে সামরিক সামগ্রী কেনার পাশাপাশি নিজের দেশেও সামরিক সরঞ্জাম তৈরির উপর জোর দিচ্ছে ভারত সরকার। যার মধ্যে ফিল্ড আর্টিলারি গানও সামিল রয়েছে।
আর এখন ভারতকে এই ক্ষেত্রে সফল হতে দেখা যাচ্ছে।
কার্গিল যুদ্ধে ভারতকে বড়ো সফলতা দেওয়া বফোর্স গানের থেকেও শক্তিশালী আর্টিলারি গান ভারতেই তৈরি হচ্ছে। কল্যাণী গ্রপের ভারত ফরজ কোম্পানি ভারতীয় সেনার জন্য শক্তিশালী আর্টিলারি গান বানিয়ে ফেলেছে।
ফরজ কোম্পানি যে আর্টিলারি গান বানিয়েছে তার নাম ভারত 52 (Bharat 52) রাখা হয়েছে এবং এর ৩ টি টেস্টিং ফেজ সম্পূর্ণ হয়েছে। আর্টিলারি 52 এর চতুর্থতম টেস্টিং ফেজ চলছে যা এই মাসেই অর্থাৎ আগস্টে বা সেপ্টেম্বরে সম্পূর্ণ হয়ে যাবে। এই আর্টিলারি গান ১ মিনিটে ১২ রাউন্ড ফায়ারিং করতে পারবে বলে জানা গেছে। এই গানটির ওজন ১৫ টন এবং ৩০ সেকেন্ডে ৬ রাউন্ড ফায়ারিং করতে পারবে।
এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত সরকার বিদেশ থেকে ডিফেন্স সরঞ্জাম কেনার ক্ষেত্রে যে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যান লাগিয়েছে তা সুফল দিচ্ছে। বিশেষ ব্যান এর দরুন ভারতের নিজস্ব কোম্পানিগুলির জন্য বড়ো সুযোগ করে দিয়েছে। জানিয়ে দি, m777 এর তুলনায় ভারত 52 বেশি রেঞ্জের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম। m777 যেখানে ১০ কিমি রেঞ্জের দক্ষতা দেখায় সেখানে Bharat 25 এর রেঞ্জ ৪৮ কিমি।
The post ভারতের শত্রুদের জন্য খারাপ খবর! ভারতীয় সেনা শীঘ্রই পেতে চলেছে স্বদেশী Bharat 52 আর্টিলারি গান first appeared on India Rag.
from India Rag https://ift.tt/31gP8EU
Bengali News