কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের পর আতঙ্কবাদী গতিবিধি অনেকাংশে কম হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানেও কাশ্মীরে যারা উপদ্রব করে তাদের আজাদি দেওয়ার কাজ ভারতীয় সেনা করছে। তবে সম্পূর্ণ POK দখল না করলে ভারতীয় সেনাদের উপর আতঙ্কবাদী হামলা বন্ধ করা খুবই কঠিন।
এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংক্রান্ত বড় খবর সামনে আসছে যা উন্মাদীদের মধ্যে হাহাকার ছড়িয়ে দেবে। খবর অনুযায়ী, মিশন POK লঞ্চ করে দেওয়া হয়েছে। প্ৰথমত জানিয়ে দি, যে কোনো বড় মিশনের ক্ষেত্রে দুটি দিক থাকে। এক কূটনৈতিক কার্যবাহী দ্বিতীয় সৈন্য কার্যবাহী। ভারত সরকার কূটনৈতিক দিক থেকে POK এর জন্য লড়াই শুরু করে দিয়েছে।
ভারত আপাতত পাকিস্তানকে POK খালি করার জন্য নোটিস পাঠিয়েছেন। একইসাথে ভারত POK এর ওয়েদার আপডেট প্রকাশের মাধ্যমে পাকিস্তানকে বড় চাপে ফেলেছে।
খবর পাওয়া গুগল ম্যাপ থেকেও LOC কে মুছে ফেলা হয়েছে। NSA অজিত দোভালও সক্রিয় রয়েছেন। জম্মু কাশ্মীর সংক্রান্ত উচ্চস্তরীয় বৈঠকও সম্পন্ন করছেন অজিত দোভাল। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে আগত কিছু সপ্তাহে POK সংক্রান্ত বড় আপডেট আসতে পারে।
from India Rag https://ift.tt/2LhAbK0
Bengali News