-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

উপত্যকা থেকে জঙ্গিদের সাফাই করতে মেগা প্ল্যান বানালেন অজিত দোভাল, করলেন হাই লেভেল মিটিং

- May 09, 2020

নয়া দিল্লীঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল (Ajit Doval) শনিবার জম্মু আর কাশ্মীরের সুরক্ষা নিয়ে সমীক্ষা করেন। তিনি শীর্ষ সৈন্য কম্যান্ডার আর আধাসামরিক বাহিনীকে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এবং কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশরোধী গ্রিড এবং জঙ্গি বিরোধী গ্রিডকে মজবুত করার নির্দেশ দেন।

সম্প্রতি হান্দওয়ারা, সোপোর আর বারামুলায় হওয়া এনকাউন্টারে ভারতীয় সেনার ছয় জওয়ান শহীদ হওয়ার পর এই বৈঠক ডাকা হয়।

ইংরেজি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি রিপোর্ট অনুযায়ী, গোপন সুত্রে খবর পাওয়া গেছে যে, জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ দ্বারা সোমবার ১১ই মার্চ সেনা আর আধাসামরিক বাহিনীর উপর একসাথে আত্মঘাতী হামলা করার পরিকল্পনা চলছে। এছাড়াও শীর্ষ সরকারি আধিকারিকরা জানান যে, এনএসএ অজিত দোভাল ভারতের পশ্চিম সীমান্তের সাথে সাথে পাকিস্তানের বায়ুসেনা দ্বারা আচমকাই বেড়ে চলা হাওয়াই গতিবিধির উপর নজর দিয়েছেন।

পাঁচ ঘণ্টা পর্যন্ত চলা এই বৈঠকে সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবানে, ইন্টেলিজেন্স ব্যুরো এর নির্দেশক অরবিন্দ কুমার, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান কুমার গোয়েল, সীমান্ত সুরক্ষা দলের মহানির্দেশক এসএস দেসবাল, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের আমলা একে মহেশ্বরীও ছিলেন।



from India Rag https://ift.tt/3dItT2j
Bengali News
 

Start typing and press Enter to search