পুরো বিশ্বে ভাইরাস ছড়িয়ে চীন বদনাম আগেই হয়েছে। এখন পুরো বিশ্ব বিকল্প হিসেবে ভারতকে পেতে চাইছে। যার জন্য শক্তিশালী দেশগুলি পরবর্তী ১০ বছরের জন্য পরিকল্পনা কষছে। যার জন্য চীন ভারতের বিভিন্ন প্রান্তে সৈন্য কার্যবাহী করে ভয় দেখানোর চেষ্টা করেছে। তবে ভারতীয় সেনা বীরত্বের মাধ্যমে চীনকে বুঝিয়ে দিয়েছে যে বর্তমানে ২০২০ সাল এবং এখন ভারত দু ফ্রন্টে দাপট দেখতেও পিছুপা হবে না।
গতকাল খবর এসেছিল যে, চীনের ১৫০ সৈনিক সিকিমের নাকুলা এলকায় উৎপাত করতে পৌঁছেছিল। তবে ভারতের ভূমিতে পা রাখার আগেই বীর সেনারা বাহুবলের দ্বারা চীনের সৈনিকদের তাড়িয়ে দেয়। এখন ভারত চীন সংঘর্ষ নিয়ে আরো এক খবর সামনে আসছে।
আসলে লাদাখ সীমান্তে চীনের সেনারা হেলিকপ্টার নিয়ে ভারতীয় সীমায় ঢোকার চেষ্টা করেছিল। ভারতীয় রাডার চীনের হেলিকপ্টারকে ধরে ফেলে। যারপর ভারতীয় বায়ুসেনা সক্রিয় হয়ে একশন মুডে চলে আসে।
ভারত সক্রিয় হয়ে পরমাণু হামলায় সক্ষম সুখোই বিমান নামিয়ে দেয়। সুখোই বিমানের আওয়াজ শুনেই চীনের হেলিকপ্টার পলায়ন করে। মাত্র ১ মিনিটের মধ্যে চীনের হেলিকপ্টার পালিয়ে যায়। একইসাথে ভারতের সুখোই চীনের সীমান্তে গর্জন করে আসে।
from India Rag https://ift.tt/2Z2Mq5j
Bengali News