দেশজুড়ে তাবলীগ জামাতের আসল রূপ সামনে আসার পর এবার কংগ্রেস সহ বেশকিছু কট্টরপন্থীপ্রেমী পার্টির মধ্যে চিন্তার ছায়া পড়েছে। তাবলীগ জামাতিদের আসল রূপকে গোপন করতে কংগ্রেস পার্টি বড় বড় নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে।
তাবলীগ জামাতের থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে বেশকিছু কার্য আগেই সম্পন্ন হয়েছে। এবার কংগ্রেসের মতো পার্টি বড় বড় নেতাকে জামাতিদের সমর্থনে বক্তব্য রাখতে নির্দেশ দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
স্মরণ করিয়ে দি, তাবলীগ জামাতিরা হাসপাতালে উপদ্রব করার জন্য কিছু সময়ের জন্য দেশে কুখ্যাত হয়েছিল। ডাক্তারদের গায়ে থুতু দেওয়া, হামলা করা, গালি গালাজ করা, নার্সের পোষাক ছিঁড়ে দেওয়ার মতো নানা ঘটনা সামনে এসেছিল। জামাতিদের উপদ্রব করার খবর প্রকাশ করায় কট্টরপন্থীরা সংবাদ মাধ্যমকে খোলাখুলি হুমকি পর্যন্ত দিয়েছিল।
Tablighi Jamaat didn't violate any law: Salman Khurshid
READ: https://t.co/vEalzSkYs0 pic.twitter.com/rYzDp3soJt
— The Times Of India (@timesofindia) May 11, 2020
https://platform.twitter.com/widgets.js
আর এখন জামাতিদের সমর্থনে কংগ্রেস নেতা সালমান খুরশিদ মাঠে নেমে পড়েছেন। সালমান খুরশিদ বলেছেন তাবলীগ জামাতের লোকজন খুবই ভদ্র। জামাতিরা কোনোদিন আইন ভাঙেন না বলে দাবি সালমান খুরশিদের। খুরশিদ বলেছেন করোনা ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে জামাতিদের কোনো ভূমিকা নেই। যারা জামাতিদের বিরুদ্ধে কথা বলছে তারা সকলেই সাম্প্রদায়িক।
from India Rag https://ift.tt/35Yf9cL
Bengali News