-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতীয় সেনার বাহুবলের সামনে ৫ মিনিট টিকতে পারল না অহংকারী চীনা সৈনরা! বধ হওয়ার ভয়ে করল পলায়ন

- May 11, 2020


পুরো বিশ্বের ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর চীন এখন এক নতুন কারনাম করেছে। যার দুর্দান্ত জবাব ভারতীয় সেনা দিয়েছে। আসলে সিকিম সীমান্তে কাছে চীনের সেনারা ভারতীয় ভুমিতে ঢোকার চেষ্টা করেছিল। তবে ইনপুট পাওয়া মাত্র হিন্দের সেনা ভারত মাতার কবজ হয়ে দাঁড়িয়ে পড়ে।

চীনের সেনা ভারতীয় ভূমিতে পা রাখার আগেই হিন্দের সেনা তাদের আটকে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বন্ধুক না চালিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এক একজন ভারতীয় সেনা ৩, ৩ জন চীনা সৈনিককে আটকে দেয়। কিছুক্ষণ হাতাহাতি চলার পর চীনের সেনা পলায়ন করতে শুরু করে। ভারতীয় সেনার বাহু শক্তির সামনে চীনের সৈনিকরা ৫ মিনিট পর্যন্ত টিকতে পারনি। ফলস্বরুপ ভয়ভীতি হয়ে চীনের সৈনিক পলায়ন করে। তবে এর মধ্যে অনেক ভারতীয় সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা করেছেন যে এইসব কারনামার মাধম্যে চীন ভাইরাস ছড়িয়ে সেনার ক্ষতি করতে পারে, তাই এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন।

ভারতীয় সেনা  চাইনিজ রাক্ষসদের তাদের সীমা অবধি তাড়া করে এবং গুহায় ঢুকতে বাধ্য করে। এই সংঘর্ষে ৪ জন ভারতীয় সৈনিক আহত হয়েছেন অন্যদিকে চীনের ১৩ জন সৈনিক আহত হয়েছে।

এর আগে চীনের সেনা ডোকালামে উপদ্রব করার চেষ্টা করেছিল। সেখানেও ভারত মায়ের সন্তানরা চাইনিজ সেনাকে পিছু হাটতে বাধ্য করেছিল। আর এখন সিকিমের নাকুলা সেক্টরে চীনের সেনা মার খেয়ে পলায়ন করে।

https://platform.twitter.com/widgets.js

প্রসঙ্গত, ভারতের সাধারণ নাগরিকরা অনেক সময় পন নিয়েও চীনের দ্রব্য কিনে চীনকে শক্তিশালী করে, ভারতের সরকারও বহুবার চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হয়। তবে ভারতীয় সেনা কখনো ভারত মাতার মাথা নীচু করে। ভারতীয় সেনার কারণে সর্বদা দেশের মাথা বিশ্বের সামনে উঁচু হয়ে থাকে।



from India Rag https://ift.tt/2YNVDOJ
Bengali News
 

Start typing and press Enter to search