-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ বন্ধ হচ্ছেনা পবিত্র অমরনাথ যাত্রা, নির্ধারিত সময় থেকেই শুরু হবে এই সফর

- April 22, 2020

ওয়েবডেস্কঃ করোনা মহামারীর (Corona Epidemic) পরেও এই বছর অমরনাথ যাত্রা (Amarnath Yatra) জারি থাকবে। বুধবার শ্রী অমরনাথ যাত্রার বোর্ড চেয়ারম্যান আর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরীশ চন্দ্র মুর্মুর (Girish Chandra Murmu) নেতৃত্বে এই যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তের কয়েক মিনিট পরেই সরকার নিজেদের পুরনো সিদ্ধান্ত ফেরত নেন। এবার এই বছরের কার্যক্রম নির্ধারিত সময় ২৩ জুন থেকেই শুরু হবে।

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ্য, এই বছর শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (Shri Amarnathji Shrine Board) ২৩ জুন থেকে যাত্রা শুরু করার ঘোষণা করেছিল। কিন্তু দেশে করোনার ভাইরাসের ক্রম বর্ধমান মামলা আর লকডাউনের কারণে যাত্রায় আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল। বুধবার এই যাত্রাকে জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এর জন্য রাজভবনে একটি জরুরী বৈঠকও ডাকা হয়েছিল।

https://platform.twitter.com/widgets.js

শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের গঠন ২০০০ সালে করা হয়েছিল। জম্মু কাশ্মীরের রাজ্যপাল এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান। গত বছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এখন থেক লেফটেন্যান্ট গভর্নর শ্রাইন বোর্ডের চেয়ারম্যান। গত বছর আগস্ট মাসে ৩৭০ ধারা তুলে নেওয়ার তিনদিন আগে এই যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছিল।

৬০ দিন চলা এই অমরনাথ যাত্রা প্রচুর সুরক্ষার সাথে শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে নির্ধারিত করা হয়েছে যে, সুরক্ষার সমস্ত ব্যবস্থা শুধু জম্মু কাশ্মীরের সরকারের উপর যেন না ছেড়ে দেওয়া হয়। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের হুমকির কথা মাথায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, এবার গত বার গুলোর তুলনায় বেশি সুরক্ষা দেওয়া হবে।

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, অমরনাথ গুহা জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে খুলে যায়, যেটা এবার ২৩ জুন পড়েছে। এই বছর দুই মাসের এই তীর্থযাত্রা শ্রাবণ পূর্ণিমার (রাখি পূর্ণিমা) দিন শেষ হবে।



from India Rag https://ift.tt/34V6d7A
Bengali News
 

Start typing and press Enter to search