পুরো বিশ্বকে করোনার বিপদে ফেলে আর্থিক বাজার কব্জা করার পুরো প্ল্যানিং করে ফেলেছিল চীনের সরকার। বিশ্বের মহাশক্তি হওয়ার উদ্যেশে কমিউনিস্ট চীন বহু দেশে বড় বড় শেয়ার কিনতে শুরু করেছিল। ভারতেও চীন এমন নান কর্মকান্ড শুরু করার মুখেই বড় সিধান্ত নিয়ে চীনের প্লানিংয়ে জল ঢেলে দিয়েছে মোদী সরকার। আসলে ভারত FDI অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর নিয়ম বদলে দিয়েছে। এখন নতুন নিয়ম অনুযায়ী বাইরের দেশগুলি সরকারের অনুমতি ছাড়া ভারতের কোনো সংস্থায় বিনিয়োগ করতে পারবে না।
জানিয়ে দি, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি এই একই পদক্ষেপ নিয়েছে। করোনার কারণেই সমস্ত দেশ গুলো এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। সরকারের এই পদক্ষেপের একমাত্র লক্ষ্য হল, ভ্যালুয়েশন কমে যাওয়া সুবিধা নেওয়া দেশ গুলোর উপর কড়া ব্যবস্থা নেওয়া। সরকার এই সিদ্ধান্ত সম্প্রতি চিনের সেন্ট্রাল ব্যাংক দ্বারা HDFC এর অংশিদারিত্ব ১ শতাংশ থেকে কিছু বাড়ানোর পর নেওয়া হয়েছে। উল্লেখ্য, এখন এমন খবর আসছে যে, করোনার কারণে গোটা বিশ্বে সঙ্কটের মহলের মধ্যে চিন চারিদিকে নিজেদের বিনিয়োগ বাড়িয়ে নিতে চাইছে।
চিন থেকে আশা সমস্ত বিনিয়োগের উপর কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। সরকার আদেশ জারি করে বলেছে যে, যেই যেই দেশ ভারতের সীমান্তের পাশেই আছে, এবার থেকে তাদের ডাইরেক্ট ইনভেস্ট করার আগে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এতদিন এই বিনিয়োগ অটোমেটিক রুটের মাধ্যেমে যেত। এবার থেকে চিন সমেত সমস্ত দেশের এফডিআই নিয়ে অনুমতি নিতে হবে।
ভারতের FDI এর নিয়ম বদলানোর পর চীন প্রতিক্রিয়া দিয়েছে। ভারতে থাকা চিনের রাজদূত এই বদলকে WTO এর নিয়মের বিরুদ্ধে জানিয়েছে। চিনের তরফ থেকে বলা হয়েছে যে, চিন ভারতে অনেক বড় বিনিয়োগ করেছে। ভারত চীনে আট বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। চিনের বিনিয়োগের কারণে ভারতে অনেক চাকরীর সুযোগ তৈরি হয়েছে। চিন দ্বারা সম্প্রতি করা বিনিয়োগের কোন খারাপ উদ্দেশ্য নেই।
from India Rag https://ift.tt/3asjANF
Bengali News