দিল্লীতে (Delhi) কট্টরপন্থীদের ব্যাপক উপদ্রবের পর অনেক বড়ো বড়ো পর্দাফাঁস হচ্ছে। এমনকিছু এলকার আসল রিপোর্ট সামনে আসছে যেখানে আগে মিডিয়া পৌঁছাত না। দিল্লিতে হিংসার পর বেশকিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে কেজরিওয়াল সরকারের উপর মুসলিম তোষণের প্রশ্নঃ খাড়া করেছে। উত্তরপূর্ব এলাকায় যেখানে হিন্দুদের সংখ্যা কম এবং আম-আদমি পার্টি দ্বারা প্রশাসন নিয়ন্ত্রিত হয় সেখানে হিন্দুরা অবহেলার শিকার বলে অভিযোগ উঠছে।
শিববিহার চক এলাকা থেকে এক ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে লোকজন পানীয় জল নর্দমার পাশে থেকে সংগ্রহ করছে। শিব বিহার, গোবিন্দ বিহার এলাকার প্রায় ২০ হাজার হিন্দু ৮ বছর ধরে এইভাবে পানীয় জল সংগ্রহ করে।
इन महिलाओं की व्यथा सुनिए। ये कह रही हैं कि AAP विधायक हाजी यूनुस उनके लिए पानी की व्यवस्था नहीं कर रहा है, जिससे 20,000 हिन्दू बेहाल हैं।
नाले के पास फोड़ कर पानी निकालते हैं हिन्दू। इन्हें प्यासा क्यों मार रही है केजरीवाल सरकार? ध्यान से देखें, सुनें।@OpIndia_in @Ravibhu09 pic.twitter.com/N11JAOcRQ2
— Anupam K Singh
(@anupamnawada) February 29, 2020
https://platform.twitter.com/widgets.js
এখানে শুধুমাত্র হিন্দুদের অবহেলিত বলার অর্থ এই যে, মুসলিম বহুল এলাকায় জলের জন্য ট্যাঙ্ক বানিয়ে দেওয়া হয়েছে। এলাকার বিধায়ক তথা আম-আদমি পার্টির নেতা হাজি ইউনুস দিল্লী দাঙ্গার মূলে থাকা তাহির হোসেনের ঘনিষ্ট বলে অভিযোগ উঠেছে।
অনেকে বলেছেন হাজি ইউনুস দাঙ্গার সাথে জড়িত রয়েছে এবং যে হিংসা মনোভাব নিয়ে এই এলাকার কোনো উন্নয়ন করেনি। কারণ এই এলাকার হিন্দুরা তাকে ভোট দেয়নি বলে তার নিজের ধারণা। বলা হচ্ছে দিল্লীতে মানুষজন ফ্রীর চক্করে পড়ে কেজরিওয়ালকে ভোট দিলেও অবস্থার উন্নতি হয়নি।
मुस्तफाबाद विधानसभा क्षेत्र का इलाका, जहाँ 20,000 हिन्दू परिवार नाले के पास से भरता है पानी। महिलाएँ दूर-दूर से आती हैं।
यहाँ का विधायक AAP नेता हाजी यूनुस है। मुस्लिमों की बस्तियों में टंकी लगी हुई है
लोग कहते हैं, Ex BJP MLA @JagdishMLA सबके लिए टैंकर लगवाते थे।@OpIndia_in pic.twitter.com/AGhYQObF8d
— Anupam K Singh
(@anupamnawada) February 29, 2020
https://platform.twitter.com/widgets.js
শিববিহার, গোবিন্দ বিহার এবং মহালক্ষ্মী ছিটমহল সহ আশেপাশের অঞ্চলের প্রায় ২০ হাজার হিন্দু এমন একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন যা কথায় বর্ণনা করা মুশকিল, এলাকার মানুষ একটা বড়ো ড্রেনের পাশ থেকে জল সংগ্ৰহ করেন, তাও আবার নিজেরাই পাইপকে কেটে একটা কল তৈরি করেছে। সরকারের তরফে এলাকায় হিন্দুদের জন্য কোনো ব্যাবস্থা করা হয়নি।
from India Rag https://ift.tt/2I4LN1k
Bengali News