মুম্বাইঃ দোলের (Holi) দিন দেশ জুড়ে ন্যাড়াপোড়া (হোলিকা দহন) এর আয়োজন করা হয়। এরপর তাঁর পরের দিনে একে অপরকে রঙ লাগিয়ে হোলির পবিত্র উৎসব পালন করেন। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হোলি পালন করা হয়। কিন্তু মুম্বাইতে এবার অন্যরকম ভাবে হোলি পালন হচ্ছে।
মুম্বাইয়ের বার্লির বিডিডি চৌলে এবার অভিনব ভাবে হোলি পালন হবে। বিডিডি চৌলে বিঘ্নহর্তা সার্বজনীন উৎসব মণ্ডল হোলিকার দহনের জন্য বর্ধা-হিংগগঘাটের ধর্ষণে অভিযুক্তের কুশ পুতুল বানিয়েছে। এই পুতুল প্রায় ৩৫ ফুট উঁচু আর ওই পুতুলে একটি ফাঁসির দড়িও আছে।
ধর্ষণের অভিযুক্তকে কয়দিদের পোশাকও পড়ানো হয়েছে। বর্ধার হিংগগঘাটে এবছরের ৩রা ফেব্রুয়ারি এক ব্যাক্তি এক মহিলা শিক্ষিকাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। আর ওই মহিলা শিক্ষিকা এক সপ্তাহের মধ্যে প্রাণ ত্যাগ করেছিলেন।
এই ঘটনার পর থেকেই মানুষের মধ্যে খুবই আক্রোশ আছে, আর এই জন্যই তাঁরা ধর্ষণের অভিযুক্তের কুশপুতুল বানিয়ে পোড়ানর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে এই পুতুল দহন হবে।
from India Rag https://ift.tt/2xj2DHr
Bengali News