জিন্নার নেতৃত্বে কট্টরপন্থীরা ধর্মের নামে দেশভাগ করেছিল। তবে জিন্নার আত্মা যেন এখনও বেঁচে রয়েছে। CAA ও NRC নিয়ে দেশে চর্চা বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। CAA এর বিরোধের নামে দেশে সারজিল ইমামের মতো কট্টরপন্থীর জন্ম হচ্ছে। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সোমবার আসাউদ্দিন ওয়েসীকে এই ইস্যুতে আক্রমন করেন। গিরিরাজ সিং (Giriraj singh) বলেছেন যে ওয়েসির মতো মৌলবাদীরা জামিয়া মিলিয়া এবং AMU এর মতো শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের বিরুদ্ধে বিষ মিশিয়ে দেশদ্রোহী সেনা তৈরি করছে।
গিরিরাজ সিং বলেছেন ‘ওয়েসীর মতো কট্টরপন্থীরা দেশের ইউনিভার্সিটিগুলিতে বিষ মিশিয়ে দেশদ্রোহী শক্তিকে বৃদ্বি করছে। ওয়েসীর এই সংবিধান বিরোধী কাজ বন্ধ করতে হবে। ভারতের মানুষ জেগে উঠেছে, দেশ ভাঙার চেষ্টা করো না। তোমাদের মতো লোকেদের জন্য পাকিস্তান তৈরি করে দেওয়া হয়েছে।’
বেগুসরাই থেকে সাংসদ গিরিরাজ সিং টুইটের মাধ্যমে এই কথা বলেছেন। বেগুসরাই থেকে উনি বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। সেই সময় কানাইয়া কুমার উনার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন। তবে কানাইয়া কুমার উনার ধরে কাছে আসতে পারেনি। গিরিরাজ সিং তার হিন্দুত্ববাদী ও রাষ্ট্বাদী বক্তব্য এর জন্য শিরোনামে থাকেন।
ओवैसी जैसे कट्टरपंथी जामिया/AMU जैसे शिक्षण संस्थानों में देश के खिलाफ जहर घोल देश के खिलाफ एक देशद्रोही सेना बना रहे है।
ओवैसी और ऐसे पनप रहे संविधान विरोधियो को रोकना होगा।
भारतवंशी अब जग गये है,हमें दबाओ नहीं तोड़ो नही।
तुम्हारे लिए पाकिस्तान बना दिया था अब हमें चैन से जीने दो pic.twitter.com/mSu4PVeiVX— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) February 3, 2020
https://platform.twitter.com/widgets.js
গিরিরাজ সিং টুইট করে একটা ভিডিও আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে AIMIM এর নেতা ও হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসী বক্তব্য রাখছেন। আসাউদ্দিন ওয়েসী অভিযোগ তুলেছেন যে সরকার CAA এর বিরোধকারীদের উপর লাঠিচার্জ করছে মারধর করছে। শাহীনবাগে এক বাচ্চা মারা গেছে তার দোষারোপও কেন্দ্র সরকারের উপর চাপিয়ে দেন আসাউদ্দিন ওয়েসী। তার পাল্টা পতিক্রিয়া জানিয়ে গিরিরাজ সিং টুইট করেছেন।
from India Rag https://ift.tt/31kU5ei
Bengali News