-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ওরা যতদিন না আপনার ঘরে ঢুকে যাচ্ছে, ততদিন চুপ থাকুন! জাফরাবাদ প্রসঙ্গে বললেন বিজেপির নেতা

- February 22, 2020

নাগরিকতা সংশোধন আইন আর এনআরসি এর বিরুদ্ধে দিল্লীর জাফরাবাদের (Jafrabad) প্রধান সড়কে চলা বিক্ষোভ নিয়ে বিজেপির (BJP) নেতা কপিল মিশ্র (Kapil Mishra) ট্যুইট  করেন। উনি ট্যুইটে লেখেন, এবার জাফরাবাদে স্টেজ তৈরি হচ্ছে। আরও একটি এলাকা, যেখানে এবার ভারতের আইন আর লাগু হবে না।” কপিল মিশ্র আরও লেখেন, মোদীজি ঠিক বলেছিলেন, শাহিনবাগ সত্যিই একটি প্রয়োগ ছিল। উনি লেখেন, এবার এক-এক করে রাস্তা, গলি, বাজার, মহল্লা খুইয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি চুপ করে বসে থাকুন, যতদিন না ওঁরা আপনার ঘরে ঢুকে যায়।

এর আগেও কপিল মিশ্র জাফরাবাদ প্রসঙ্গ নিয়ে ট্যুইট করে লিখেছিলেন, এখন রাতের বেলায় জাফরাবাদের মেন রোডের উপরেও কবজা করে নেওয়া হয়েছে। উনি শাহিনবাগ আন্দোলনকে কটাক্ষ করে লেখেন, আরেকটি রাস্তা বন্ধ হল … এবার বিরিয়ানি বিলি করো।

আপনাদের জানিয়ে দিই, বিগত দেড় মাস ধরে জাফরাবাদ রোডে ধরনায় বসা মহিলারা রাতের বেলায় জাফরাবাদের প্রধান সড়কে চলে আসেন। আর সেই সময় ওনারা স্লোগান দিয়ে রাস্তা বন্ধ করে দেন। আন্দোলনরত মহিলারা জাফরাবাদ মেট্রো স্টেশনের বাইরেও বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভের কারণে জাফরাবাদ মেট্রো স্টেশন বন্ধ করতে বাধ্য হল মেট্রো প্রশাসন।

https://platform.twitter.com/widgets.js

সুরক্ষার জন্য সেখানে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। রাতের বেলায় রাস্তায় ধরনা হচ্ছে শুনেই পুলিশের বড় বড় অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। আর আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। পুলিশ যতই বোঝাক মহিলারা বুঝতে রাজি হননি। এরপর আধাসামরিক বাহিনী মহিলাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশ ড্রোন উড়িয়ে এলাকার উপর নজর রাখেন।



from India Rag https://ift.tt/2SRBELJ
Bengali News
 

Start typing and press Enter to search