আজ অনেক চর্চা এবং আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রী সভায় পাশ হয়ে গেলো NPR। আজ সকালে কেন্দ্রীয় ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্য অ্যাজেন্ডার সাথে এই মামলার প্রস্তাবও রাখা হয়। আপনাদের জানিয়ে রাখি, NPR দেশের সামান্য নাগরিকদের গণনা প্রক্রিয়া মাত্র। দেশের সামান্য নাগরিক হলেন, যে সমস্ত ব্যাক্তি যেকোন এলাকায় গত ছয় মাস অথবা তাঁর অধিক সময় ধরে বসবাস করছে। অথবা আগামী ছয় মাস অথবা তাঁর থেকে বেশি সময় ওই এলাকায় থাকার তাঁর পরিকল্পনা আছে।
অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় জনসংখ্যা রেজিস্টারের জন্য ২০১০ এ শেষ বার জন গণনা হয়েছিল। এরপর ২০১১ সালে জনগণনার পরিসংখ্যান জারি করা হয়েছিল। এই পরিসংখ্যানকে ২০১৫ সালে আপডেট করা হয়। এর জন্য দেশের প্রতিই ঘরে গিয়েই সমীক্ষা করা হয়েছিল। এই পরিসংখ্যান গুলোকে ডিজিট্যাল করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।
এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২১ এর জন গণনার সময় অসম বাদ দিয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল গুলোতে এই পরিসংখ্যান আবারও আপডেট করা হবে। আর এই নিয়ে কেন্দ্র সরকার এর আগেই একটি আধিকারিক বিজ্ঞপ্তি জারি করেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2tKTQfH