-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পেট্রোল-ডিজেলের দামে আগুন লাগলো পাকিস্থানে! ১১০ টাকা প্রতি লিটার দাম পৌঁছালো পাকিস্তানে।

- May 03, 2019

মোদী, পাকিস্তানকে শান্তি বজায় রাখার সুযোগ দিয়েছিল। প্রথমে নওয়াজ শরিফ এবং তারপর ইমরান খান দুজনকেই মোদী একটা কথা বলেছিলেন। মোদী বলেছিলেন, অনেক লড়াই হয়েছে চলুন, এবার নিজের নিজের দেশে গরিবীর বিরুদ্ধে লড়াই করি, বিকাশ করি। কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। মোদীর দেওয়া সুযোগ পাকিস্তান হাত ছাড়া করে এবং আতঙ্কবাদের পথ বেছে নেয়। এরপর মোদীও পাকিস্থানের সোজাসুজি চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এখন মোদী পাকিস্তানকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছেন। আতঙ্কবাদের ঘাঁটি পাকিস্তান এখন মোদী চাপে বেহাল হয়ে পড়েছে।

পাকিস্থানের উপর সৈন্য কার্যবাহী এবং আর্থিক কার্যবাহী দুই শুরু হয়েছে। পাকিস্থানের ইকোনমি পুরোপুরি ভেঙে পড়েছে, বেকারত্ব চরমে পৌঁছেছে। পাকিস্থানের এক মন্ত্রী কিছুদিন আগেই পাকিস্থানের জনতাকে ২ টি রুটির স্থানে ১তা রুটি খেয়ে চালাতে বলেছিলেন। খাইবার-পাখতুন বিধানসভা স্পীকার মুস্তাক গানির ওই কথা বলেছিলেন।টমেটোর পর এবার পেট্রোল-ডিজেলের দাম নিয়ে পাকিস্থানের মাথায় হাত পড়েছে। পেট্রোল ও ডিজেল নিয়ে পাকিস্তানে হাহাকার শুরু হয়েছে। পাকিস্থানের পেট্রোলের দাম ১০০ পেরিয়ে গেছে। পাকিস্থানে পেট্রোলের তাজা মূল্য ১১০ টাকা পৌঁছে গেছে বলে সূত্রের খবর।

পাকিস্থানি রূপীর স্থিতি খারাপ হয়ে পড়েছে। ডলারের তুলনায় পাকিস্তানি রূপী বহু দুর্বল পরিস্থিতিতে। পাকিস্থানের বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই ডলারের মূল্য ২০০ পাকিস্তানি রুপি পৌঁছে যাবে। অন্যদিকে পেট্রলের দাম ১৫০ টাকা প্রতি লিটার পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে চলতে থাকলে পাকিস্তানে গৃহ যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হওয়া স্বাভাবিক। ফলস্বরূপ পাকিস্থান কয়েক টুকরোতে পরিণত হতে পারে।

পেট্রোলের আগে পাকিস্থানে টমেটো নিয়ে কি পরিস্থিতি উৎপন্ন হয়েছে সেটা সকলের জানা। তবে পেট্রোল এমন একটা বস্তু যা পাকিস্থানের অবস্থা শোচনীয় করে তুলবে। মোদী পাকিস্থানের গলায় চাপ সৃষ্টি করে রেখেছে। পাকিস্থানের জনতার মধ্যে অসন্তুষ্টতা বেড়েই চলছে। পাকিস্থানের জনতা এখন গাজবা- এ-হিন্দ এর স্বপ্ন ভুলে  নিজের পেট কিভাবে চালাবে সেই নিয়ে চিন্তিত। পুলবামা হামলার পর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, এবার ধীরে ধীরে পাকিস্তানের কি অবস্থা হয় সেটা দেখতে থাকুন। আর এখন বাস্তবে সেটাই চোখে পড়তে শুরু হয়েছে। পুরো বিশ্বে পাকিস্তানকে এক ঘরে করে দেওয়ার পর এখন পাকিস্থানের ভেতরে আর্থিক হাহাকার শুরু হয়েছে। ভারতকে পরমাণু হামলার ভয় দেখানো পাকিস্তান এখন নিজের সমস্যায় জর্জরিত।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2PMhtLU
Bengali News
 

Start typing and press Enter to search