-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ধামাকা অফার! এবার থেকে কল করলে আপনার অ্যাকাউন্টে উলটে টাকা দেবে BSNL

- November 01, 2019

নয়া দিল্লীঃ সম্প্রতি রিলায়েন্স জিও IUC এর নামে নিজেদের ইউজারদের থেকে পয়সা নেওয়া শুরু করেছে। কিন্তু ভারত সরকারের টেলিকম কোম্পানি BSNL সেটার উলটো পথে হাঁটছে। কোম্পানি ঘোষণা করেছে যে, তাঁদের সিম থেকে কল করলে, উলটে টাকা দেবে BSNL। কোম্পানির এই নতুন অফার পাঁচ মিনিট অথবা তাঁর থেকে বেশি সময় কল করলে ব্যাবহারকারীরা ৬ পয়সা করে তাঁদের অ্যাকাউন্টে পাবেন। আপাতত BSNL ক্ষতির মধ্যে দিয়ে চলছে। আর কর্মচারীদের ছাটাইও করা হতে পারে বলে জানা যাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে যে, BSNL আর এমটিএনএল-কে মিশিয়ে একটি কোম্পানি হতে চলেছে। যদিও এখনো কি হবে তা পরিস্কার হয়নি।

BSNL এর Director CFA Vivek Banazl বলেন, ‘ডিজিট্যাল এক্সপিরিয়েন্স এর জমানায় যেখানে কাস্টমার্স নিজেদের ভয়েস এবং ডেটার কোয়ালিটি সার্ভিস চাইছেন, সেখানে আমরাও নিজেদের গ্রাহকদের আপগ্রেডেড জেনারেশন নেটোয়ার্কের সাথে যুক্ত করতে চাইছি, আর এটা করার প্রধান লক্ষ্য হল কাস্টমার সাটিশফেকশন।

BSNL জানিয়েছে, ৬ পয়সা ক্যাশব্যাক অফার দেশের সমস BSNL অয়ারলাইন, FTTH আর ব্রডব্রান্ড কাস্টমার্সদের উপলব্ধ করানো হবে। BSNL এর এই নতুন ঘোষণায় গ্রাহক বাড়বে কি না, সেটা তো আগামী দিনেই বোঝা যাবে। কিন্তু BSNL এর এই ঘোষণার ফলে জিও ব্যাবহারকারীরা তাঁদের টেলিকম কোম্পানির উপর আরও ক্ষুব্ধ হতে চলেছে। কারণ জিও এখন অন্য নেটওয়ার্কে কল করলেই ৬ পয়সা প্রতি মিনিট নিচ্ছে।

বিগত কয়েকদিন ধরেই টেলিকম লাইনে বড়সড় প্রতিবাদ জাহিরে করেছে জিও। কোম্পানি লাগাতার ট্রাই এর কাছে IUC বিনামূল্যে করে দেওয়ার আবেদন জানাচ্ছে। এই আবেদন গৃহীত হলেই জিও আবারও সবাইকে অন্য নেটওয়ার্কে ফ্রিতে কল দেওয়ার ব্যাবস্থা করে দিতে পারবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NtxR3b
Bengali News
 

Start typing and press Enter to search