নয়া দিল্লীঃ ভারত আর জার্মানি মিলে সন্ত্রাসবাদ আর উগ্রবাদের মতো সমস্যার সাথে লড়াই করবে। এছাড়াও দুই দেশই পরিবেশ রক্ষার জন্য কাজ করবে। শুক্রবার দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত আর জার্মানির মধ্যে হওয়া সমঝোতার পর একটি সংযুক্ত প্রেস বার্তাতে বলেন। উনি বলেন, জার্মানির চ্যান্সেলর ডঃ মর্কেলকে শুধু জার্মানি আর ইউরোপই না, গোটা বিশ্ব বহু বছর ধরে ওনাকে প্রধান নেতাদের মধ্যে স্থান দেয়। বিগত দেড় বছর ধরে ডঃ মর্কেল ভারত আর জার্মানির সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ যোগদান করেছেন।
Delhi:Prime Minister Narendra Modi and German Chancellor Angela Merkel witness the exchange of agreements. pic.twitter.com/sN1AK8u0d6
— ANI (@ANI) November 1, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে, প্রতি দুই বছর অন্তর হওয়া আইজিসি এর বৈঠকে চ্যান্সেলর মর্কেলের সাথে অংশ নেওয়া সৌভাগ্য অর্জন করেছি আমি। এই অনন্য ব্যবস্থার সাথে প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর হয়েছে। আর এটার প্রমাণ হল আমরা দুই দেশ মিলে আজ অনেক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছি। পিএম মোদী বলেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বছর পূর্ণ হবে। আর ততদিনে আমরাও নতুন ভারত গড়ার লক্ষ্য রেখেছি।
প্রধানমন্ত্রী মোদী বলে, সন্ত্রাসবাদ আর উগ্রবাদের সাথে লড়াই করার জন্য আমরা দ্বিপাক্ষিয় আর বহুপাক্ষিয় সহযোগ এবং ঘনিষ্ঠতা বাড়াব। প্রধানমন্ত্রী বলেন, রফতানি নিয়ন্ত্রণের নিয়ম এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারতের সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন দেওয়ার জন্য আমরা জার্মানিকে কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এও বলেন যে, ভারত আর জার্মানি নতুন আর উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, শিক্ষা, সাইবার সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে মনোনিবেশ করবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2qgCu8D
Bengali News