-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা দেবে পাক মন্ত্রী, এরপরেই সোশ্যাল মিডিয়ায় হল চরম খিল্লি

- November 14, 2019

ওয়েব ডেস্কঃ পাকিস্তানের বিজ্ঞান আর টেকনলজি মন্ত্রী ফওয়াদ চৌধুরী বৃহস্পতিবার একটি ট্যুইট করেন, আর তারপরেই সবাই ওনাকে নিয়ে খিল্লি করতে থাকে। কাশ্মীরে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়ার কথা বলার কারণে উনি সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন। ফওয়াদ চৌধুরী ট্যুইট করে লেখেন, ‘আজ গোটা বিশ্বে ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার, কিন্তু জম্মু কাশ্মীরে এই সুবিধা নেই। আমি SPRACO (পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্ভ কমিশন) কে একটি চিঠি লিখেছি, সেখানে আমি জিজ্ঞাসা করেছি যে, জম্মু কাশ্মীরে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া কি সম্ভব?”

শুধু তাই নয়, পাকিস্তানি মন্ত্রী নিজের দেশের মহাকাশ গবেষণা সংস্থার নামই জানেন না। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্রর নাম SUPARCO, কিন্তু পাক মন্ত্রী নিজের ট্যুইটে লেখেন SPRACO। এরপর ট্যুইটার ইউজাররা ওনাকে নিয়ে চরম খিল্লি শুরু করে দেয়। তবে এটাই প্রথম না, এর আগে ভারতের চন্দ্রযান-২ মিশনের পর উনি বলেছিলেন, চাঁদ দেখার জন্য এত টাকা খরচ করে কি হবে? চাঁদ তো পৃথিবী থেকেও দেখা যায়।

এক ভারতীয় ট্যুইটার ইউজার ফওয়াদ চৌধুরীকে বলেন, মুখ শুধু উল্টোপাল্টা বকবক করার জন্যই থাকেনা। ভারতীয় ট্যুইটার ইউজার লেখেন, আপনাকে ভারতের উপলব্ধি আর ক্ষমতা সম্বন্ধ্যে ধারণা থাকা উচিত। একজন পাকিস্তানি লেখেন, বালোচিস্তানে গত দেড় মাস থেকে ইন্টারনেট সার্ভিস নেই, আর এই সার্ভিস বিনা কারণেই বন্ধ করা হয়েছে। প্রথমে পাকিস্তানের মানুষকে ইন্টারনেট দিন, আর তারপর অন্যদের কথা ভাবুন।

আরেকজন পাক মন্ত্রীকে spraco আর SUPARCO এর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেন। আরেকজন লেখেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে, এরকম কম বুদ্ধির মানুষ পাকিস্তানের মন্ত্রী। ইনি পাকিস্তানের স্পেস এজেন্সির নামও জানেন না। এরকম মানুষই ইমরান খানের সরকারকে শেষ করে দিয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/33NY17z
Bengali News
 

Start typing and press Enter to search