ইসলামিক আতঙ্কবাদীরা ইজরায়েলের উপর আক্রমণ করে উৎপাত শুরু করেছিল। এখন ইজরায়েল পাল্টা একশন মুডে চলে এসেছে। প্রথমত জানিয়ে দি, ইজরায়েল এমন একটা দেশ যা মূলত গীতার নীতি মেনে কাজ করার চেষ্টা করে। ইজরায়েলের জাতি যখন আতঙ্কবাদ আক্রমনের মুখে শেষ হয়ে আসছিল তখন তাদের বিশেষজ্ঞরা রাষ্ট্রকে গীতার নীতিতে চলার পরামর্শ দিয়েছিলেন। আর এখনও ইজরায়েল গীতার নিয়ম অনুযায়ী চলে। গাজার আতঙ্কবাদীদের উৎপাতের পর ইজরায়েল পাল্টা এয়ার স্ট্রাইক করেছে।
ইসলামিক জিহাদ সমূহের এক কমান্ডোকে ইজরায়েল সেনা দমন করেছিল। এরপর গাজার আতঙ্কবাদীরা ইজরায়েলে মিসাইল আক্রমন করে। যাতে বহু মানুষ আহত হয় এবং অনেক প্রাণও চলে যায়। ফলস্বরূপ ইজরায়েল একশন মুডে চলে আসে। ইজারেল গাজার উপর বোমা বর্ষণ করেছে। যদিও কত আতঙ্কবাদী মারা গেছে তার রিপোর্ট আসেনি। আতঙ্কবাদী বাহা আবু আল আত (৪২) মারা যাওয়ার পর আতঙ্কবাদীরা বদলা নেওয়ার জন্য ইজরায়েলের উপর আক্রমন করেছিল। প্রতিরক্ষা বিভাগের মতে সন্ত্রাসী আতা বেশ কয়েকটি বড় হামলার পরিকল্পনা করছিল। সেগুলো ব্যার্থ করার জন্য ইজরায়েলের গোয়েন্দা সমূহ কাজ করছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতিনয়াহু বলেছেন, বাহা আবু আল আত গাজা উপত্যকায় আতঙ্কবাদ ছড়ানোর মাস্টারমাইন্ড ছিল। তাই তাকে শেষ করে দেওয়া হয়েছে। ইজরায়েল সেনা আধিকারিক বিবৃতি দিয়ে বলেছে, যদি কেও আমাদের দেশের ক্ষতি করে তাদের আমরা রেহাই দেব না। যদি আতঙ্কবাদীরা মনে করে যে তারা বাঁচতে সক্ষম হবে তাহলে সেটা তাদের ভুল ধারণা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা বিতর্ক বাড়াতে রাজি নয়, তবে প্রয়োজন পড়লে একশন হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Obg8xG
Bengali News