অনেকদিন ধরে চলে আসা অযোধ্যার রাম মন্দির মামলাটিতে শেষমেষ ৯ই নভেম্বর (শনিবার) সুপ্রিম কোর্টের রায় আসে। দেশ সবথেকে পুরানো বিতর্কের অবসান। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর অনেকেই অনেক ধরণের মন্তব্য করে। বহু মুসলিম আবার সুপ্রিম কোর্টের রায়কে সঠিকও বলেছে। কিন্তু আসাদউদ্দীন ওয়েসী যিনি ভারত ও হিন্দুদের সবসময় অপমান করার জন্য পরিচিত তিনি মন্তব্য দেন যে”আমি আদালতে রায় এ সন্তুষ্ট না। আদালত সুপ্রিম হলেও নির্ভেজাল নয়।” অযোধ্যা মামলায় আসাদউদ্দীন ওয়েসীর পক্ষ থেকে আসা এই বক্তব্যর কারণে সন্ত সমাজের পরিবেশ গরম হয়ে আছে।
অখিল ভারতী আখড়া পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি ওনাকে নিয়ে কৌতুক করে বলেছেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ না করা অর্থাৎ দেশদ্রোহীতা করা।তিনি আরো বলেছেন যে ওয়েসি ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিষ উগরাত থাকেন। ওয়েসির যদি ভারতকে পছন্দ না করেন তবে তাঁর উচিত হবে যে তিনি ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাক।
মহন্ত নরেন্দ্র গিরি সতর্ক করে বলেছেন যে ওয়েসি সর্বদা হিন্দু ও সাধুদের অপমান করেন। ওয়েসি যদি আবার এ জাতীয় ভাষা ব্যবহার করেন, সাধু সন্ত সমাজ এবং আখড়া কাউন্সিল এটি সহ্য করবে না। তিনি বললেন ওয়াইসিকে ভারতে থাকতে হলে তাকে ভারতের সংবিধান এবং বিচার বিভাগের আদেশ মান্য করতে হবে এবং সম্মান করতে হবে। ওয়েসীকে সতর্কও করা হয়েছর যে ভারতে থাকাকালীন যদি ভারতের বিরুদ্ধে বাকবিতণ্ডা করেন তবে সন্ত সমাজ তাকে একটি উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে বিজেপি বিধায়ক রাজা সিং বলেছেন, ওয়েসীকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।
গিরি বললেন যে দেশে সব ধর্মের মানুষ বাস করেন। এমন পরিস্থিতিতে মন্দিরটি নির্মাণে যদি জবরদস্তি ও বৈষম্য থাকত তবে সামাজিক সম্প্রীতি থাকত না এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটত। বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং অখিল ভারতীয় আখড়া পরিষদ সকলেই রাম মন্দিরটি নির্মাণ করতে চেয়েছিল। এমনকি কিছু মুসলিম পক্ষের লোকও এ পক্ষে ছিলেন। তাহলে ওয়েসি কেন এমন বক্তব্য দিচ্ছেন?
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2pODIbD
Bengali News