-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শেষ মুহূর্তে কাঁদছিল, পালাচ্ছিল আর ক্ষমা চাইছিল বাগদাদি! তারপরেই হয়ে গেলো খতম

- October 28, 2019

ওয়াশিংটনঃ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শনিবার যখন নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেন যে, ‘আজ বড়সড় কিছু হয়েছে” তখন বিশ্বজুড়ে মানুষ এটাই ভাবছিল যে, কি হল? অনেকেই তো এবার এটাও ভেবে নিয়েছিল যে, রাষ্ট্রপতি ট্রাম্প আর কিছুক্ষণের মধ্যে রহস্যের পর্দাফাঁস করে বলবে, বিশ্বের কুখ্যাত জঙ্গি আবু বকর আল বাগদাদি আমেরিকার সেনার অভিযানে খতম হয়েছে।

ট্রাম্প সেনার অপারেশন বিস্তারিত ভাবে বলতে গিয়ে যা বলেন, সেটা শুনে সবাই চমকে যায়। ট্রাম্প বলেন, বাগদাদি শনিবার রাতের অন্ধকারে একটি অপারেশনে মারা গেছে, এই অপারেশন আমেরিকার স্পেশ্যাল ফোর্স করেছিল। ট্রাম্প বলেন, উত্তর পশ্চিম সিরিয়ার ইডলিবে হওয়া এই অভিযানে বাগদাদিকে যখন আমেরিকার সেনা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, তখন সে প্রাণ বাঁচাতে একটি সুরঙ্গে ঢুকে যায়। আর সেই সময় আমেরিকার সেনা তাঁর পিছনে শিকারি কুকুর ছেড়ে দেয়। বাগদাদির পিছনে শিকারি কুকুর গুলো ছিল।

আমেরিকার রাষ্ট্রপতি অনুযায়ী, শিকারি কুকুর যখন বাগদাদির পিছনে পড়েছিল, বাগদাদি তখন কাঁদছিল, চিল্লাছিল, ক্ষমা চাইছিল এমনকি চরম আতঙ্কে ছিল। শেষে সে দৌড়াতে দৌড়াতে একটি গুহাতে ঢুকে যায়, আর গুহার রাস্তা শেষ হয়ে যায়। বাগদাদি তখন নিজের তিন সন্তানকে নিজের সাথে রেখেছিল। যখন বাগদাদি নিজের মৃত্যু ঘনিয়ে আসছে দেখে … তখন সে শিকারি কুকুরের হাতে মরার চেয়ে নিজেকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া শ্রেয় মনে করে।

এরপর সে নিজের বিস্ফোটক জ্যাকেট দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। একটি বড়সড় ধামাকা হয়, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, আর গুহা ধসে যায়। বাগদাদি আর তাঁর তিন সন্তানের উপর গুহার ধ্বংসাবশেষ পড়ে। এই বিস্ফোটে বাগদাদির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/348ZvJC
Bengali News
 

Start typing and press Enter to search