-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জম্মু কাশ্মীর পুলিশ হিজবুল মুজাহিদ্দিন এর তিন জঙ্গির উপর ৩০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করল

- October 28, 2019

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের জেলা পুলিশ হিজবুল মুজাহিদ্দিন এর সাথে জড়িত তিন জঙ্গির সমন্ধ্যে তথ্য দিলে ৩০ লক্ষ টাকার নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছে। এই জঙ্গিদের মধ্যে মোহম্মদ আমিন নামের জঙ্গির উপর ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর রিয়াজ আহমেদ এবং মুদাসসির হুসেইন এর উপর ৭ লক্ষ ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়াও সম্প্রীতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা একটি রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনের জঙ্গিরা ২০১৮ সালে ৩২৮ বার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। যেটা বিগত পাঁচ বছরে সবথেকে বেশি। আর এই ৩২৮ টি অনুপ্রবেশের ঘটনার মধ্যে ১৪৩ টি প্রয়াসে তাঁরা সফল হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের ২০১৮-১৯ এর রিপোর্টে বলা হয়েছে যে, জম্মু কাশ্মীরে বিগত তিন বছরে ২৫৭ জন জঙ্গিকে খতম করা হয়েছে। আর ৯১ জন জওয়ান শহীদ হয়েছে। যেটা বিগত পাঁচ বছরে সর্বাধিক। রিপোর্ট অনুযায়ী, এই পর্যন্ত ৩৯ জন আম নাগরিকেরও মৃত্যু হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন ২০১৮ সালে ৩২৮ বার ভারতে ঢোকার চেষ্টা করেছে। যেগুলোর মধ্যে ওঁরা ১৪৩ টি চেষ্টায় সফল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ৪১৯ বার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ১৩৬ বার সফল হয়েছে ওঁরা। ২০১৬ সালে ৩৭১ বার অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে জঙ্গিদের তরফ থেকে, যার মধ্যে ১১৯ টি সফল হয়েছে। আর ২০১৫ সালে ১২১ টি অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। যার মধ্যে ৩৩ টি সফল হয়েছে। ২০১৪ সালে ২২২ বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাকিস্তান। যার মধ্যে ৬৫ টি সফল হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে জম্মু কাশ্মীরে মোট ৬১৪ টি জঙ্গি ঘটনার মধ্যে ২৫৭ জন জঙ্গিকে খতম করা হয়েছে। ৯১ জন জওয়ান জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, জম্মু কাশ্মীরে ২০১৮ সালে জওয়ানদের শহীদ হওয়া ঘটনা, জঙ্গি খতম হওয়ার ঘটনা বিগত পাঁচ বছরে সর্বাধিক বার ঘটেছে। আর ২০১৭ সালে ৩৪২ টি জঙ্গি কার্যকলাপ হয়েছে, যার মধ্যে ২১৩ জন জঙ্গি খতম হয়েছে। এছাড়াও ৮০ জন সেনা শহীদ হয়েছেন। এবং ৪০ জন আম নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32Sq7ON
Bengali News
 

Start typing and press Enter to search