নয়া দিল্লীঃ মহারাষ্ট্র আর হরিয়ানা দুই রাজ্যের নির্বাচনের ফলাফল প্রায় পরিস্কার। হরিয়ানায় কে সরকার গড়বে সেটা পরিস্কার না হলেও, স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হরিয়ানায় ভারতীয় জনতা পার্টির সরকার গড়ার সঙ্কেত দিলেন। সন্ধ্যে ছয়টা নাগাদ করা ওনার ওই ট্যুইটে হরিয়ানায় সরকার গড়ার সঙ্কেত দিচ্ছে।
অমিত শাহ ট্যুইট করে লেখেন, ‘বিগত পাঁচ বছর মোদীজি এর কেন্দ্রীয় নেতৃত্বে থাকা খট্টর সরকার হরিয়ানার জনতার উন্নয়নের জন্য যথা সম্ভব চেষ্টা চালিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে সবথেকে বড় দল হিসেবে নির্বাচিত করে পুনরায় সুযোগ দেওয়া জয় অভিনন্দন জানাই।”
এই ট্যুইট হরিয়ানা বিধানসভার সমস্ত আসনের পরিস্থিতি পরিস্কার হওয়ার পর করা হয়েছে। উনি ওই ট্যুইটে লিখেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য, আমি জনতাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার এই ট্যুইটের পরিভাষা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে, হরিয়ানায় বিজেপিই আবার সরকার গড়ছে।
गत 5वर्षों में मोदी जी के केंद्रीय नेतृत्व में खट्टर सरकार ने हरियाणा की जनता के कल्याण के लिए हर संभव प्रयास किये।
भाजपा को सबसे बड़ी पार्टी बनाकर पुनः सेवा का मौका देने के लिए जनता का अभिनंदन करता हूँ।मुख्यमंत्री श्री @mlkhattar, श्री @subhashbrala व सभी कार्यकर्ताओं को बधाई।
— Amit Shah (@AmitShah) October 24, 2019
আরেকদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, মহারাষ্ট্রের ১৫ জন নির্দলীয় বিধায়ক আমার সাথে যোগাযোগ করেছে, আর তাঁরা আমাদের সাথে চলার জন্য প্রস্তুত। আরও অনেকে আসতে পারেন আমাদের সাথে, কিন্তু ওই ১৫ জন আমাদের সাথে আসছে এটা কনফার্ম। আপানদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের যেই ১৫ জন নির্দলীয় বিধায়ক বিজেপির সাথে আসতে চাইছে, তাঁদের মধ্যে বেশিরভাগই বিজেপি আর শিবসেনার থেকে বিক্ষুব্ধ হয়ে দল ছেড়েছিলেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31EDNeR
Bengali News