কমলেশ তেওয়ারী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভাষা ও জাতিগত দ্বন্দ ছেড়ে হিন্দুদের একত্র হওয়ার ডাক দিতেন। কিন্তু ইসলামিক আতঙ্কবাদীরা কমলেশ তেওয়ারীর হত্যা করে এক বড়ো ব্যক্তিত্বকে শেষ করে দিয়েছে। কমলেশ তেওয়ারী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বহু আতঙ্কবাদীর চেহারা সামনে আসছে। যারা হত্যার মাধ্যমে জিহাদে বিশ্বাসী এবং কমলেশ তেওয়ারীর হত্যা যাদের কাছে ন্যায্য। আসলে কমলেশ তেওয়ারী হত্যাকাণ্ডের পর পুলিশ ইসলামিক কট্টরপন্থীদের গ্রেফতার করেছে, যারা এই অপরাধ করেছিল। আশফাক ও মঈনুউদ্দিন নামের দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এখন এই দুজনকে বাঁচানোর জন্য জামাতে উলেমা-এ হিন্দ নামের এক ইসলামিক সংগঠন মাঠে নেমে গেছে।
আশফাক ও মঈনুউদ্দিন নামের দুজন ইসলামিক আতঙ্কবাদীদের কায়দায় কমলেশ তেওয়ারীর গলা কেটে দিয়েছিল। এই ঘটনার সাথে আরো অনেকজন যুক্ত ছিল যাদেরকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছে। এক মৌলানাকেও গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এখন বেশকয়েকজন আতঙ্কবাদী পুলিশের হেফাজতে রয়েছে। এই আতঙ্কবাদীদের বাঁচাতে মুসলিম সংগঠন জামাতে উলেমা-এ হিন্দ মাঠে নেমে পড়েছে।
Kamlesh Tiwari murder case: Islamic body backs accused & offers legal aid.
More details by TIMES NOW’s Mohit Bhatt. pic.twitter.com/sRV1YBQ4ud
— TIMES NOW (@TimesNow) October 26, 2019
এই মুসলিম সংগঠনটি কমলেশ তেওয়ারীর হত্যাকারীদের আর্থিক, আইনগত থেকে শুরু করে সমস্থ রকম সাহায্যে করবে। অপরাধীরা যাতে রেহাই পায় তার জন্য এই সংগঠনটি লড়াই করবে। প্রাপ্ত খবর অনুযায়ী, জামায়াত উলামায়ে হিন্দ নামক মুসলিম সংস্থার সেক্রেটারি হাকিমুদ্দিন কাসমি এবং মাওলানা মাহমুদ মাদানী ঘোষণা করেছেন যে আমরা কমলেশ তিওয়ারীর হত্যাকারীদের সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত। এর মধ্যে আর্থিক ও আইনগত সহায়তাও রয়েছে তারা জানিয়েছে। মুসলিম সংগঠনটি বলেছে যে আমাদের আইনি সেল এক্ষেত্রে অপরাধীদের সাহায্য করবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MQplw8
Bengali News