-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশের দ্বিতীয় সবথেকে বড় নাগরিক সন্মান পেতে চলেছেন মেরি কম

- September 12, 2019

গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করা মহিলা খেলোয়াড়কে পদ্ম পুরস্কার দিয়ে সন্মানিত করতে চলেছে মোদী সরকার। ক্রীড়া মন্ত্রালয় কয়েকজন খেলোয়াড়দের তালিকা তৈরি করেছে, যাদের এবার পদ্ম পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে মোদী সরকার। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম কে পদ্ম বিভূষণ সন্মানে সন্মানিত করা হতে পারে। এটা দেশের দ্বিতীয় সবথেকে বড় নাগরিক সন্মান। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধুর নাম পদ্ম পুরস্কারের জন্য পাঠিয়েছে ক্রীড়া মন্ত্রক।

বক্সার মেরি কমকে যদি পদ্ম বিভূষণ দিয়ে সন্মানিত করা হয়, তাহলে তিনি এই সন্মানের অধিকারী দেশের প্রথম মহিলা খেলোয়াড় হতে চলেছেন। মেরিকমকে এর আগে পদ্ম শ্রী আর পদ্ম ভূষণ পুরস্কার দিয়ে সন্মানিত করা হয়েছে। ওনাকে ২০০৩ এ অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল। মেরিকম বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাতটি মেডেল হাসিল করে নিয়েছেন। যার মধ্যে ছয়টি স্বর্ণ পদক ও একটি রৌপ্য পদক আছে। আর তিনিই বিশ্বের প্রথম মহিলা বক্সার যিনি এতো গুলো মেডেল পেয়েছেন।

সুত্র অনুযায়ী, পিভি সিন্ধু সমেত আট খেলোয়াড়ের নাম পদ্ম ভূষণের জন্য ফাইনাল করা হয়েছে। তাঁদের মধ্যে মনিকা বত্রা (টেবিল টেনিস), বিনেশ ফোগাট (কুস্তি), রানী রামপাল (হকি), হরমনপ্রিত কৌর (ক্রিকেট) সুমা শিরুর (শ্যুটিং) আর তাশি মালিক এবং নুংশি মালিক (পর্বতারোহি) এর নাম আছে বলে জানা যাচ্ছে। তাশি আর নুংশি দুই বোন। সুত্র অনুযায়ী, ক্রীড়া মন্ত্রালয় পদ্ম পুরস্কারের জন্য এই খেলোয়াড়দের নামে মহর লাগিয়েছে। যদিও ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু এখনো পর্যন্ত এতে শিলমোহর লাগায়নি বলে জানা যাচ্ছে। ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু নিজের সহমতি দিলেই এদের নামের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পদ্ম পুরস্কারের জন্য পাঠানো হবে। তবে অসমের রানিং স্টার হিমা দাস এর নাম নিয়ে এখনো কোন খোলাসা হয়নি।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ZX0j6p
Bengali News
 

Start typing and press Enter to search