শনিবার, সংযুক্ত আরব আমিরাত তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান “অর্ডার অফ জায়েদ” দ্বারা প্রধানমন্ত্রী মোদিকে সম্মানিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান অর্জনকারী বিশ্বের চতুর্থ অআরবি রাজনীতিবিদ। জানিয়ে দি এর আগে এই পুরস্কারটি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, দ্বিতীয় রানী এলিজাবেথ এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিনকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী “জায়েদ অফ অর্ডার” পুরষ্কার পেয়েছেন এই খবর পেয়ে ভারতের জনগণ অত্যন্ত খুশি আছে। অন্যদিকে ভারতের প্রভাব ইসলামীক দেশগুলিতে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদী এই সম্মান পাওয়ার পর থেকে সবাই প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মজাক ওড়াচ্ছে । এছাড়া পাকিস্তান মিডিয়াতেও সব জায়গায় প্রধানমন্ত্রী মোদীকে নিয়েই চর্চা চলছে। এখন ইমরান খানের নামে পাকিস্তানে সবাই থু থু করছে। জানিয়ে দি, প্রধানমন্ত্রী মোদীর সংযুক্ত আরব আমিরাতের যাত্রার আগে, পাকিস্তান সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারকে এই সম্মানটি মোদিকে যাতে না দেওয়া হয় তার জন্য আবেদন করেছিল। তবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের আবেদন অগ্রাহ্য করেছে। একটি ইসলামী দেশ অন্য ইসলামী দেশটির কথায় পাত্তা দেয় নি, যার কারণে পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে।
Yesterday I wrote to Sheikh Mohamed bin Zayed, Crown Prince of Abu Dhabi urging him to reconsider giving an award to Prime Minister Modi, whilst the people of Kashmir suffer at his hands. #WeStandWithKashmir pic.twitter.com/5wpoPGUDT2
— Naz Shah MP (@NazShahBfd) August 20, 2019
পাকিস্তান ছাড়াও, ব্রিটেনে পাকিস্তান মূলের সংসদ নাজ শাহ এই সম্মান যাতে মোদীকে না দেওয়া হয় তার জন্য আবেদন করেছিলেন। আর এজন্য নাজ শাহ সংযুক্ত আরব আমিরাত সুলতান ওয়ালিহাদ শাহজাদা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে একটি চিঠিও লিখেছিলেন।
সংযুক্ত আরব আমিরাত সরকার ব্রিটেন সরকার এবং পাকিস্তান সরকারের কথায় কান দেয়নি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহায়ানের নামে প্রধানমন্ত্রী মোদীকে এই সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। এ বছর তাঁর জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে। এই সম্মান পাওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে সব জায়গাতেই চর্চা চলছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2PhxT2b
Bengali News