ভারতের মিডিয়া সংস্থা ও দুর্নীতি সংক্রান্ত একটা বড়ো খবর সামনে আসছে। NDTV এর মালিক প্রণয় রায় ও তার স্ত্রী প্রণয় রায় দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছে বলে দাবি সামনে এসেছে। এমনি খবর সূত্রের তরফ থেকে সামনে এসেছে। আজ বিকেলে প্রণয় রাও নিজের স্ত্রী রাধিকার সাথে এয়ারপোর্ট থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। দুজনকেই ধরে নেওয়া হয় আর দুজনকে বিদেশর ফ্লাইটে বসতে দেওয়া হয়নি।
দুজনে মুম্বাই এয়ারপোর্ট দিয়ে বিদেশের ফ্লাইট ধরার চেষ্টা করছিল কিন্তু অধিকারীরা তাদের ফ্লাইটে বসতেই দেয়নি।
প্রণয় রায় এর বিরুদ্ধে লুটের অনেক মামলা দাখিল করা আছে এবং CBI, ইনকাম ট্যাক্স ও ED এর টিম লুটের তদন্ত দীর্ঘ সময় দিয়ে করছিল। বলা হচ্ছে প্রণয় রায় খেয়াল হয়েছে যে এবার তাকে গ্রেপ্তার করা যেতে পারে তাই জন্য আজ ৯ই আগস্ট মুম্বাই এয়ারপোর্ট দিয়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিল বা চেষ্টা করেছিল।
#JustIn | NDTV founders Radhika Roy & Prannoy Roy prevented from leaving the country. CBI has been probing allegations of money laundering & bank fraud against NDTV India & its founders pic.twitter.com/4ctfdbQrj2
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 9, 2019
প্রণয় রায় এক মিডিয়া সংস্থা NDTV এর মালিক। ডানপন্থীরা অনেক সময় অভিযোগ তোলে যে NDTV হিন্দু ,ভারত ও সেনা বিরোধের জন্য পরিচিত, সেখানে তার স্ত্রী রাধিকা রাও সীপিএম নেতা বৃন্দা করাতের নিজের বোন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MVDQ2d
Bengali News