-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শত্রুর ঘরে ঢুকে মারার শক্তি বেড়ে যাবে ভারতীয় বায়ুসেনার! ৩ দিন পর IAF এ সামিল হবে অ্যাপাচি হেলিকপ্টার।

- August 29, 2019

শত্রুদের ঘরে ঢুকে মেরে আসার শক্তি আরো বৃদ্ধি পেতে চলছে ভারতীয় বায়ুসেনার। একই সাথে ভারত বিরোধী বিদেশী শক্তির জন্য খারাপ খবর সামনে আসছে। আসলে ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে অ্যাপাচি হেলিকপ্টারগুলির প্রথম ব্যাচকে ৩ সেপ্টেম্বর পাঠানকোটে এয়ার বেসে নিয়োগ করানো হবে। ৩ সেপ্টেম্বর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শীর্ষ IAF এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সবচেয়ে উন্নত অ্যাপাচি হেলিকপ্টারটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করা হবে।
এই হেলিকপ্টারটি অন্তর্ভুক্তি হওয়ায় ভারতের শত্রুদের ঘরে ঢুকে মারার ক্ষমতা আরো বেশি বেড়ে যাবে।

আমেরিকান সংস্থা বোয়িং-নির্মিত এএইচ-64৪ ই এপাচি অ্যাটাক হেলিকপ্টারটিকে বিশ্বের আধুনিক,ব্যয়বহুল ও মারাত্মক প্রকৃতির হেলিকপ্টার হিসাবে বিবেচনা করা হয়। ২০১৫  সালে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 22 অ্যাপাচি হেলিকপ্টার কেনার  চুক্তি স্বাক্ষর করেছিল। ভারতীয় বিমানবাহিনী বোয়িং থেকে এই হেলিকপ্টার কিনছে। এই হেলিকপ্টারগুলি ভারতীয় বিমানবাহিনীতে তিন দশকের পুরানো MI -35 হেলিকপ্টারগুলির জায়গা নেবে।

টু সিটার এই হেলিকপ্টারটিতে হেলিফায়ার এবং স্ট্রিংগার মিসাইল লাগানো আছে। এছাড়াও এটিতে একটি সেন্সর বসানো হয়েছে, যার ফলে রাতে  অপারেশনও করা যাবে। ঘণ্টায় ৩৬৫ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম হেলিকপ্টারটিতে দুটি ৩০ মিলিমিটারের গান লাগানো আছে। জানিয়ে দি ভারত অ্যাপাচি ব্যবহারকারী জন্য ১৪ তম দেশ হতে চলেছে। এটি বিমান বাহিনীর শক্তি অনেক বৃদ্ধি করবে। এ বছরের ফেব্রুয়ারিতে, আমেরিকা থেকে কেনা চিনুক হেলিকপ্টারটির প্রথম চালানটি বিমান বাহিনীর বহরে যুক্ত করা হয়েছে। ৪ টি চিনুক হেলিকপ্টার গুজরাটের কচ্ছের মুন্ড্রা বিমানবন্দরে পৌঁছেছিল।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32bbncN
Bengali News
 

Start typing and press Enter to search