-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমাকে গৃহবন্দি বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ: উমর আব্দুল্লাহ।

- August 04, 2019

কাশ্মীরের অবস্থা এখন মারাত্মক হয়ে আছে। কাশ্মীরের কট্টরপন্থী ও পাকিস্থান সমর্থকদের কাছে পালানোর রাস্তা এখন বন্ধ। ভারতের কোনো হালকা মুভমেন্টে পাকিস্তান ও কাশ্মীরের কট্টরপন্থীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে। কাশ্মীরকে নিয়ে যা অবস্থা তার মধ্যে কাশ্মীরের কট্টরপন্থী নেতা উমর আব্দুল্লা একটি নতুন কথা সবে সবে বলেছেন,। এবার তিনি সত্যি বলছেন না মিথ্যে এই অনুমোদন করা যাচ্ছে না কারন আধিকারিক রূপে এখন উমার অবদুল্লাকে গ্রেপ্তার করার কোনো আদেশ জারি করা হয়নি।

কিন্তু সবে সবে উমার অবদুল্লা জানকারী দিয়েছে যে  তাকে তার বাড়িতে এরেস্ট করে নেওয়া হয়েছে, অর্থাৎ তাকে হাউস এরেস্ট করা হয়েছে এবং বাড়িতেই বন্ধি করা হয়েছে। উমর অবদুল্লা সাথে এটাও বলেছে ” আল্লাহ আমাদের বাঁচাও আল্লাহ ”

দেখুন উমার অবদুল্লা কি বলছে:

উমার অবদুল্লা বলেছেন ” আমার মনে হয় আমাকে হাউস এরেস্ট করেছে সেনা, আল্লাহ আমাদের বাঁচাও” প্রসঙ্গত জানিয়ে দি, মেহেবুবা মুফতি ও উমর আব্দুল্লাহ দুজনই গৃহবন্দির অভিযোগ তুলেছেন। গতকাল রাত থেকে জম্মু-কাশ্মীর জুড়ে সেনার মার্চ ও সরকারের মুড দেখে ভয়ভীতি কট্টরপন্থী ও আতঙ্কবাদীরা। আগেই জম্মু কাশ্মীরে ৩৮ হাজারের অতিরিক্ত সৈনিকদের নিযুক্তিতে ভয়ভীতি কাশ্মীরের কট্টরপন্থীরা। কিছুজন এটাও দাবি করেছেন যে, সরকার 370/35A এর উপরেও হাত দিতে পারে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KulK4b
Bengali News
 

Start typing and press Enter to search