-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এবার ভারতের বিরুদ্ধে রোহিঙ্গাদের উসকাচ্ছে পাকিস্তান! ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে ট্রেনিং

- August 26, 2019

সীমান্ত সুরক্ষা দল (BSF) জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ আর রোহিঙ্গাদের ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছে। শোনা যাচ্ছে যে, JeM হ্যান্ডেলার্স রোহিঙ্গাদের ব্রেন ওয়াশ করে তাঁদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। বিএসএফ এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে, পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন JeM এর কম্যান্ডার সোবের আহমেদ বাংলাদেশের কক্স বাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোর রোহিঙ্গাদের ভারতের বিরুদ্ধে ক্ষেপীয়ে তোলার কাজ করছে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের JeM এর বর্তমান হ্যান্ডেলার মৌলানা ইউনিস বর্তমানে ৪ রোহিঙ্গাদের হামলার ট্রেনিং দিচ্ছে।

বিএসএফ এর সুত্র অনুযায়ী, JeM এর জঙ্গিরা বাঙ্গালদেশের হরিনমারা এর পাহাড়ে রোহিঙ্গাদের ট্রেনিং দিচ্ছে। বাংলাদেশের কক্স বাজারে এর সময় হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। তাঁদের ভারতের বিরুদ্ধে ক্ষেপীয়ে তোলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই JeM এর বাংলাদেশে থাকা স্লিপার সেলকে কাজে লাগাচ্ছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতে বড় জঙ্গি হামলা করার ষড়যন্ত্র করছে। এটা শোনা যাচ্ছে যে, আইএসআই জঙ্গিদের ভারতীয় সেনার উপর বড়সড় হামলা করার ছক কষছে। গোয়েন্দা সংস্থার সুত্র অনুযায়ী, জঙ্গি সংগঠন JeM এর অপারেশন কম্যান্ডার আবদুল রাউফ অসগর ভারতীয় সেনার উপর হামলা করার জন্য বলেছে। শোনা যাচ্ছে যে, আবদুল রাউফ আসগর ৩০ থেকে ৪০ জঙ্গিদের গ্রুপ অফ লাইভ কন্ট্রোলের পাশে থাকা লঞ্চিং প্যাডে পাঠিয়েছে। এই সব জঙ্গিরা ভারতীয় সেনার উপর বড়সড় হামলা করার ছক কষছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2HrWZVO
Bengali News
 

Start typing and press Enter to search