-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আগামী মাসেই ভারতে আসতে চলেছে রাফাল বিমান, বুক ধুকপুক শুরু পাকিস্তানের

- August 21, 2019

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে সীমান্তে বরাবর যুদ্ধ বিরতি লঙ্ঘন করেই চলেছে। ভারত প্রথম রাফাল বিমান ২০ সেপ্টেম্বর হাতে পেতে চলেছে। ভারতের প্রথম রাফাল বিমান আনতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া স্বয়ং ফ্রান্সে যাবেন।  সংবাদ সংস্থা ANI অনুযায়ী, যখন ভারতের হাতে প্রথম রাফাল বিমান তুলে দেওয়া হবে, তখন সেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। প্রতিরক্ষা মন্ত্রালয় অনুযায়ী, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই ভারতের হাতে প্রথম রাফাল বিমান তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

প্রথম রাফাল বিমান আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে তুলে দেওয়া হবে। রাফাল বিমান ভারতের হাতে তুলে দেওয়ার সময় ফ্রান্সের অনেক বড়বড় আমলারাও উপস্থিত থাকবেন। রাফাল পাওয়ার আগেই, ভারতীয় সেনার ২৪ জন পাইলট রাফাল বিমান ওড়ানোর ট্রেনিং নিয়ে নিয়েছেন। বায়ুসেনার পাইলটদের অগ্রিম ট্রেনিং দেওয়ার কারনই হল, রাফাল হাতে পাওয়ার পরে বায়ুসেনার পাইলটেরা যাতে সম্পূর্ণ ভাবে ট্রেইন্ড হয়। এই সব পাইলটেরা তিনটি আলদা-আলাদা ব্যাচে নিজেদের ট্রেনিং সম্পূর্ণ করবে। আগামী বছরের মধ্যে সমস্ত রাফাল বিমান ভারতে চলে আসবে। আর ততদিনে আরও পাইলটদের ট্রেনিং দেওয়া হবে।

ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধ বিমান গুলোকে এক একটি টিমে হরিয়ানার আম্বালা আর পশ্চিমবঙ্গের হাশিমারা এয়ারবেসে মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে। এরমানে এই যে, ভারত সমস্ত বিমান গুলোকে পূর্ব আর পশ্চিম ফ্রন্টে করবে।

২০১৬ এর সেপ্টম্বের মাসে ভারত আর ফ্রান্সের মধ্যে ৩৬ টি রাফাল বিমানের চুক্তিতে স্বাক্ষর করা হয়। এই বিমান গুলোকে ৭.৫৭ বিলয়ন ইউরো দিয়ে ক্রয় করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, রাফাল বিমানের ডেলিভারি ২০১৯ এর সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছিল। ভারত তাঁদের চুক্তিতে জানিয়েছিল যে, এই বিমানের ডেলিভারি তাঁরা চট জলদি চায়, আর এর জন্য বিমান গুলোকে যেন তাড়াতাড়ি তৈরি করা হয়।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NnoSCb
Bengali News
 

Start typing and press Enter to search