কেন্দ্রের মোদী সরকার দেশ জুড়ে ৭৫ টি নতুন মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সরকারের হওয়া ক্যাবিনেট মিটিংয়ে এই পকল্পে শিলমোহর পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেড়কর ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এই কথা সার্বজনীন করেন। ২০২১-২২ সালের মধ্যেই এই মেডিকেল কলেজ গুলো নির্মাণ করা হবে। যেসব যায়গায় মেডিকেল কলেজ নেই, সেখানে এই নতুন মেডিকেল কলেজ খোলা হবে।
कैबिनेट ने वर्ष 2021-22 तक स्थापित किए जाने वाले 75 नए मेडिकल कॉलेजों को मंजूरी दी https://t.co/DgISWKfo6d
— पीआईबी हिंदी (@PIBHindi) August 28, 2019
নতুন মেডিকেল কলেজ গুলোর জন্য ২৪,৩৭৫ কোটি টাকার খরচ হবে বলে জানা যায়। ওই মেডিকেল কলেজে এমবিবিএস এর ১৫,৭০০ আসন থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা চিকিৎসা শিক্ষার সবথেকে বড় বিস্তার। এছাড়াও সরকার আখ চাষিদের জন্য বড়সড় ঘোষণা করেছে। সরকার আখ চাষিদের উপহার দিয়ে ৬০ লক্ষ মেট্রিক টন রপ্তানি পর্যন্ত সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করেছে।
এর সাথে সাথে সাবসিডির পয়সা সোজাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার কথাও জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ লক্ষ মেট্রিক টন পর্যন্ত চিনি রপ্তানিতে সরকার ৬ হাজার ২৬৮ কোটি টাকার সাবসিডি দেবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাবেড়কর বলে, ক্যাবিনেটে ডিজাস্টার রেজিলিএন্ট ইনফ্রাস্ট্রাকচার (CDRI) এর জন্য এক আন্তর্জাতিক জোট তৈরি করার জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ সেপ্টেম্বর ২০১৯ এ নিউ ইউর্কে সংযুক্ত রাষ্ট্র জলবায়ু শিখর সন্মেলনে CDRI এর সূচনা করবেন।
আরেকদিকে সরকার ডিজিটাল মিডিয়ায় শতাংশ বিদেশী বিনিয়োগকে মঞ্জুরি দিয়েছে। এই বিনিয়োগ সরকারের থেকে স্বীকৃতি নেওয়ার পর করা যাবে। এছাড়াও ক্যাবিনেট কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এ ১০০ শতাংশ এফডিআই-কে মঞ্জুরি দিয়েছে। মোদী সরকারে ক্যাবিনেটের সিদ্ধান্তের তথ্য দিয়ে রেল মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ২৮৬ বিলিয়ন ডলারের রেকর্ড বিদেশী বিনিয়োগ এসেছে। এর ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস আমলে ১৮৯ বিলিয়ন ডলারের বিদেশী বিনিয়োগ এসেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2MIP8Hs
Bengali News