ধার্মিক বিদ্বেষ হিংসা ছড়ানো যাকে সোজা কথায় জেহাদ বল হয়, তার উদাহরণ সামনে এসেছে। বিজনোরের এক হিন্দু মন্দিরে দুই কট্টরপন্থী হিন্দু সেজে ঢুকে পড়েছিল। দুই কট্টরপন্থী হাতে লাল সুতো ও কপালে তিলক লাগিয়ে হাসিমুখে মন্দিরে ঢুকেছিল। দুজনেই হিন্দু মেয়েদের পেছনে পেছনে মন্দিরে ঢুকে পড়েছিল। কেউই এই কট্টরপন্থীদের আলতাকিয়া (ছল) বুঝে উঠতে পারেনি। দুই কট্টরপন্থী সুযোগ বুঝে মন্দিরে জেহাদ শুরু করে এবং মূর্তি ভাঙচুর শুরু করে দেয়।
ঘটনাটি বিজনোর জেলার পঞ্চমুখী হনুমান মন্দিরে ঘটিত হয়েছে। দুই কট্টরপন্থী সুযোগ বুঝে মা দুর্গার মূর্তি ভেঙে ফেলে। দুজনেই মাতা দুর্গার মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ে যায়। এদের মধ্যে একজনের নাম মহম্মদ আদিল আরেকজনের নাম মহম্মদ শাদাব। ধরা পড়ার পর এরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়েছিল। নিজেদের নাম রাহুল ও ময়ঙ্ক বলে দাবি করেছিল এই দুই কট্টরপন্থী। রাহুল ও ময়ঙ্ক নাম নিয়েই এরা মন্দিরে প্রবেশ করেছিল। কিন্তু আসলে এরা ছিল আদিল ও শাদাব নামের কট্টরপন্থী।
Aadil and Shadab befriended two Hindu girls by impersonating as Mayank and Rahul. Then both went to Panchmukhi Hanuman Temple with their girlfriends, got Tilak applied on forehead by Pujari and broke Maa Durga Murti at the first opportunity. https://t.co/1xs3DXfjdQ pic.twitter.com/CNufFU6PQ0
— Divya Kumar Soti (@DivyaSoti) August 1, 2019
ঘটনার পর পুলিশ দুজনকেই গ্রেফতার করে। মেইনস্ট্রিম মিডিয়ায় ঘটনাটিকে গোপন করার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে। হিন্দু সেজে মন্দিরে প্রবেশ করে এমন অপরাধমূলক কাজের জন্য কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। মন্দির কমিটির অভিযোগ বেশকিছু সময় থেকে এলাকায় এমন উপদ্রব ঘটছে। কিছুদিন আগে মন্দিরে কেউ মাংস ছুঁড়েছিল বলেও অভিযোগ। এলাকায় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেই কারণে ভারী সংখ্যায় পুলিশ নিযুক্ত করা রয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/335Qf98
Bengali News