কেন্দ্রীয় মহিলা ও বালক বিকাশ মন্ত্রী একই সাথে আমেঠি থেকে সাংসদ স্মৃতি ইরানিকে সংসদে এবার মোদি-শাহ এর সাথে বসবেন। স্মৃতি ইরানীকে বিজেপির তরফ থেকে বড়ো উপহার দেওয়া হয়েছে বলে খবর আসছে। ওনাকে লোকসভায় সভায় প্রথম সারিতে তে জায়গা দেওয়া হয়েছে। প্রথম সারিতে প্রধানমন্ত্রী মোদির ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপি সুপ্রিমো অমিত শাহ, জ্যেষ্ঠ সংসদ ও আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ, পূর্ব বিজেপি অধ্যক্ষ ও মোদি সরকারের মন্ত্রী নিতিন গডকারী থাকবেন।
বলা হচ্ছে যে স্মৃতি ইরানি এই পুরস্কার কংগ্রেসের পূর্ব অধ্যক্ষ রাহুল গান্ধীকে আমেঠি তে হারানোর জন্য পেয়েছেন। রাহুল গান্ধীকে সিটের বন্টনে দ্বিতীয় লাইনে জায়গা দেওয়া হয়েছে। বুধবার লোকসভা স্পিকার ওম বিরলার পক্ষ থেকে জারি হওয়া সূচিতে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, সদানন্দ গোড়া, অর্জুন মুন্ডা, এবং অরবিন্দ সাবতকেও প্রথম লাইনে জায়গা দেওয়া হয়েছে। বিজেপি ভালো ফলফল করা নেতানেত্রীদের উপহার দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা এখন বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে।
শাহ ও রবিশংকর প্রসাদ এর আগে রাজ্য সভায় প্রথম লাইনেই বসতেন, কিন্তু স্মৃতি ইরানীর জন্য প্রথম লাইনে বসার এটি প্রথম সুযোগ। তিনটি লোকসভার জন্য প্রথম নির্বাচিত হয়েছে। বিপক্ষ দলের কথা বলতে গেলে লোকসভাতে কংগ্রেসের নেতা অধির রজন চৌধুরী, ডীএমকে লিডার টীআর বালু কেও প্রথম লাইনে স্থান দেওয়া হয়েছে। জেডীইউ, তৃণমূল কংগ্রেস ও ওয়াইএসআর কংগ্রেসের কিছু সদস্যদেরও প্রথম লাইনে জায়গা দেওয়া হয়েছে। জানিয়ে দি, সম্প্রতি এক সভা থেকে অমিত শাহ বলেন আমরা যোগ্য ব্যাক্তিকে উপযুক্ত জায়গা দেওয়ার চেষ্টা করি। যোগী আদিত্যনাথ আগে কখনো প্রশাসনিক দায়িত্ব সামলাননি তা সত্ত্বেও উনাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করতে আমার সংকোচ করিনি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/339lG2G
Bengali News